ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়
প্রধানমন্ত্রীর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইসরি কাউন্সিল (পিএম-এসটিআইএসি)-র ২৭তম বৈঠকে ভারতে সেল ও জিন থেরাপি নিয়ে আলোচনা
Posted On:
21 JAN 2025 7:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৫
ভারত সরকারের বিজ্ঞান বিষয়ক প্রধান পরামর্শদাতা অধ্যাপক অজয় কুমার সুদের নেতৃত্বে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ প্রধানমন্ত্রীর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইসারি কাউন্সিল (পিএম-এসটিআইএসি)-র ২৭তম বৈঠক অনুষ্ঠিত হ’ল।
পরিষদের সদস্যদের পাশাপাশি, শীর্ষ সরকারি আধিকারিক, শিল্প মহলের প্রতিনিধি এবং স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রের পেশাদাররা এই বৈঠকে ভারতে সেল ও জিন থেরাপি নিয়ে আলোচনা করেন।
নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডঃ ভি কে পল, জৈব প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ রাজেশ এস গোখেল, স্বাস্থ্য গবেষণা দপ্তরের সচিব ডঃ রাজীব বাহাল প্রমুখ আলোচনায় যোগ দেন।
অধ্যাপক সুদ তাঁর ভাষণে বলেন, ভারতে ৭ কোটি মানুষ নানা বিরল রোগে ভোগেন এবং এর ৮০ শতাংশই জন্ম সূত্রে এই রোগ পেয়েছেন। দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে কোষ ও জিন থেরাপি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জিনোম ইন্ডিয়া প্রকল্প জিন থেরাপির ক্ষেত্রে ভারতকে অনেক দূর এগিয়ে দিয়েছে। হিমোফিলিয়ার মতো রোগে এই চিকিৎসা পদ্ধতি বিশেষ কার্যকর। সুলভে সকলের কাছে চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে সরকার, স্বাস্থ্য পরিষেবা সংস্থা, গবেষক এবং শিল্প মহলের মধ্যে সমন্বয় দরকার বলে তাঁর মন্তব্য।
নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে পল ভারতে সেল অ্যান্ড জিন থেরাপির ক্ষেত্রে আরও গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকের প্রথম অধিবেশনে সংশ্লিষ্ট ক্ষেত্রে জৈব প্রযুক্তি দপ্তর, সিএসআইআর, আইসিএমআর প্রভৃতি শীর্ষ স্থানীয় সংস্থার নানা কর্মসূচির কথা তুলে ধরা হয়। বিভিন্ন শিল্প সংস্থাও সেল ও জিন থেরাপির ক্ষেত্রে তাঁদের গবেষণামূলক উদ্যোগের বিষয়ে আলোকপাত করে।
সমাপ্তি ভাষণে অধ্যাপক সুদ এক্ষেত্রে গবেষণায় গতি আনতে আইএসএমআর – এর উদ্যোগে বিশেষ অভিযানের পরামর্শ দেন।
SC/AC/SB
(Release ID: 2095111)
Visitor Counter : 5