শিল্পওবাণিজ্যমন্ত্রক
বেলজিয়ামের বৈদেশিক বাণিজ্য ও বিদেশ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের, শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতা
Posted On:
21 JAN 2025 9:19AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৫
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ ব্রাসেলস্-এ বেলজিয়ামের বৈদেশিক বাণিজ্য, বিদেশ ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী শ্রী বার্নার্ড কুইন্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভারত ও বেলজিয়ামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে মজবুত করা এবং লগ্নি বাড়ানোর উপর জোর দেন তাঁরা। দু’দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারিত্বের নতুন নতুন ক্ষেত্র নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত ও বেলজিয়ামের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১৫.০৭ মার্কিন বিলিয়ন ডলার। বেলজিয়াম থেকে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩.৯৪ মার্কিন বিলিয়ন ডলার। ইউরোপীয় ইউনিয়ন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-র অগ্রগতি নিয়েও তাঁরা আলোচনা করেন এবং বাণিজ্যের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি নিয়ে তাঁরা কথা বলেন।
অচিরাচরিত শক্তি, জীবন বিজ্ঞান, পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি এবং খাদ্য পণ্যের মতো ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। ইউরোপীয় শিল্পপতি, হিরে শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেন ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী। বৈঠকে সামুদ্রিক পরিষেবা, সৌরশক্তি, বর্জ্য পরিশোধন ব্যবস্থা এবং গ্রিন হাইড্রোজেন নিয়ে আলোচনা হয়।
SC/MP/SB…
(Release ID: 2094761)
Visitor Counter : 10