প্রতিরক্ষামন্ত্রক
এনসিসি ক্যাডেটরা ভারতের সম্পদ, তারা নিশ্চিত বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করবেন: এনসিসি প্রজাতন্ত্র দিবস শিবির ২০২৫-এ প্রতিরক্ষা মন্ত্রী
Posted On:
20 JAN 2025 4:44PM by PIB Kolkata
নতুনদিল্লি ২০ জানুয়ারী ২০২৫
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করতে এনসিসি ক্যাডেটদের সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি তাদের ভারতের সম্পদ বলে আখ্যা দেন। দিল্লি সেনা ছাউনিতে জানুয়ারী ২০, ২০২৫ এনসিসি ক্যাডেটদের প্রজাতন্ত্র দিবস শিবির পরিদর্শন করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যে কোনো ক্ষেত্রেই কাজ করুন না কেন, দেশ গঠনে নেতৃত্ব, শৃঙ্খলা, দেশাত্ববোধ এবং উচ্চাকাঙ্খাকে তাদের মধ্যে গড়ে তোলে এনসিসি।
তিনি বলেন, ২০৪৭-এর মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী। যিনি নিজেও একজন এনসিসি ক্যাডেট। একজন এনসিসি ক্যাডেটের স্বপ্নকে বাস্তবায়িত করার বৃহত্তর দায়িত্ব সমস্ত এনসিসি ক্যাডেটদের ওপরই বর্তায়। বিকশিত ভারত বলতে কেবলমাত্র দেশের একটি ভূখন্ডের উন্নয়নকে বোঝায় না, সামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে বসবাসকারী ১৪০ কোটি ভারতবাসীর উন্নয়নের সঙ্গে তা জড়িত। ভারত যাতে উন্নত দেশ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে নিজেদের সঙ্গে সমাজের উন্নতিকল্পেও আমাদের কাজ করতে হবে।
প্রতিরক্ষা মন্ত্রী ক্যাডেটদের দেশের প্রতি ভালোবাসা, তাদের দায়বদ্ধতা এবং শৃঙ্খলাপরায়ণ জীবনের প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, যুব সম্প্রদায় সহ দেশের প্রত্যেকটি মানুষের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই ভারত আজ তার সাফল্য অর্জন করতে পেরেছে। তিনি বলেন, আমি যখন কোনো এনসিসি ক্যাডেটকে দেখি, আমি কেবল তাকে ক্যাডেট হিসেবে দেখি না ভারতের ছায়াকে আমি তারমধ্যে প্রত্যক্ষ করি। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন ভাষাভাষী ও ধর্মের হতে পারেন। কিন্তু, তারা সকলে ঐক্যবোধে অনুরূপ।
ক্যাডেটদের কাছে নেতৃত্বের প্রকৃত অর্থ ব্যাখ্যা করতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী ২৬/১১-র মুম্বাই হামলায় মেজর সন্দীপ উন্নিকৃষ্ণানের বীরের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, আজও তা দেশকে প্রেরণা যোগায়। সম্মুখে থেকে নেতৃত্ব দেওয়ার এই যে অসামান্য দক্ষতা, নানা অসাধারণ মূহুর্তে একজন সাধারণ মানুষকেও তা নেতা করে তুলতে পারে। এনসিসি বাহিনীতে এই গুণ প্রত্যক্ষ করা যায়।
শ্রী রাজনাথ সিং ক্যাডেটদের বলেন, জানার কোনো ছেদ ঘটানো উচিত নয়, কারণ পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে এবং পরিবর্তিত সময়ে নতুন দক্ষতায় সক্ষম হয়ে ওঠার প্রয়োজন দেখা দিচ্ছে। পুরোনো পন্থা আঁকড়ে থেকে পরিবর্তিত সময়ে নতুন সমস্যার সমাধান সম্ভব নয়। দক্ষতার বিকাশকে সবসময় অগ্রাধিকারের জায়গা দিতে হবে জানিয়ে তিনি বলেন, ব্যর্থতার ভয়ে পিছিয়ে না থেকে এবং হাল ছেড়ে দেওয়ার মানসিকতা কাটিয়ে উঠে প্রতিটি চ্যালেঞ্জকে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে হবে। তার মধ্যে দিয়েই সাফল্য আসবে।
অনুষ্ঠানে এনসিসি-র তিনটি শাখার পক্ষ থেকে আয়োজিত চিত্তাকর্ষক গার্ড অফ অনার প্রত্যক্ষ করেন প্রতিরক্ষা মন্ত্রী। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী এনসিসি ক্যাডেটদের রক্ষা মন্ত্রীর পদক এবং প্রশস্তি পত্র দিয়ে পুরস্কৃত করেন। এ’বছর রক্ষা মন্ত্রীর পদক পেয়েছেন কেরল এবং লাক্ষাদ্বীপ ডাইরেক্টরেটের আন্ডার অফিসার তেজা ভিপি এবং উত্তর পূর্বাঞ্চল এলাকা ডাইরেক্টরেটের সিনিয়ার আন্ডার অফিসার আর্যমিত্র নাথ। প্রশস্ত পত্র তুলে দেওয়া হয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ডাইরেক্টরেটের ক্যাডেট দন্তরা গ্রিসমা, জম্মু-কাশ্মীর ও লাদাখ ডাইরেক্টরেটের জুনিয়ার আন্ডার অফিসার আবিদা আফ্রিন, মহারাষ্ট্র ডাইরেক্টরেটের সার্জেন্ট মানন শর্মা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ডাইরেক্টরেটের সার্জেন রাহুল বাঘেলের হাতে।
এই অনুষ্ঠানে আইজলের মিজো হাইস্কুলের এনসিসি ক্যাডেটরা ব্যান্ড পরিবেশন করেন। প্রতিরক্ষা মন্ত্রী এরপর ফ্ল্যাগ এরিয়া পরিদর্শন করেন। ১৭টি ডাইরেক্টরেটের পক্ষ থেকে সেখানে সামাজিক নানা বিষয়ের ওপর প্রদর্শনীর আয়োজন করা হয়। এনসিসি ক্যাডেটদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন প্রতিরক্ষা মন্ত্রী। এনসিসি-র মহা নির্দেশক লেফটেনেন্ট জেনারেল গুরবীরপাল সিং এবং এনসিসি ও প্রতিরক্ষা মন্ত্রকের পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
SC/AB/CS
(Release ID: 2094670)
Visitor Counter : 6