স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরের কালোল-এ ১৯৪ কোটি টাকা মূল্যের ৮টি প্রকল্পের শিলান্যাস ও ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন

Posted On: 15 JAN 2025 8:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি , ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরের কালোল-এ ১৯৪ কোটি টাকা মূল্যের ৮টি প্রকল্পের শিলান্যাস ও ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।

ভাষণে শ্রী অমিত শাহ বলেন, পূর্বতন সরকারের আমলে অতি ছোট উন্নয়ন কাজ শেষ করতেও অনেক চেষ্টা করতে হত। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১৯৪ কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে হচ্ছে একদিনে এবং একই এলাকায়। তিনি বলেন, গান্ধীনগর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় আন্ডারপাস তৈরির মাধ্যমে দূরত্ব কমাতে এই কাজ করা হয়েছে। শ্রী শাহ এও বলেন, প্রত্যেকটি গ্রামে ভেঙে পড়া বিদ্যালয়ভবনগুলি পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে নতুন ক্লাসরুম তৈরি করতে। এছাড়া আজ কালোল এবং সানন্দ-এর মধ্যে ৬ লেনের একটি বড় রাস্তার শিলান্যাস করা হয়েছে। 

শ্রী অমিত শাহ বলেন, আজ গান্ধীনগর তালুকে একাধিক কাজ হয়েছে যেমন, প্রত্যেকটি গ্রামে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর লাড্ডু বিতরণ করা হয়েছে, অঙ্গনওয়াড়ি বালিকাদের জামা-কাপড় দেওয়া হয়েছে এবং ভজন মণ্ডলগুলিকে বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, এই সমস্ত উন্নয়ন কাজ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তাঁর দলের সরকার দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে। শ্রী শাহ আরও বলেন, উন্নয়নের এই নতুন সংস্কৃতির সূচনা করেছিলেন শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা করেছেন। এই সূত্রে তিনি মোদীজির অযোধ্যাতে বিশাল রাম মন্দির নির্মাণের উল্লেখ করেন। তিনি এও জানান, শ্রী নরেন্দ্র মোদীই দেশ থেকে সন্ত্রাসবাদ এবং নকশালবাদকে নির্মূল করেছেন। তিনি আরও বলেন, ২০১৯-এর ৫ অগাস্ট গুজরাটের সন্তান শ্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছেন। শ্রী শাহ জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে বার্তা পাঠিয়েছে যে ভারতের মানুষের কাছে ভারতমাতার সম্মান সবচেয়ে ওপরে। তিনি বলেন, কাশ্মীরে লাল চকে যেখানে আগে জাতীয় পতাকা তুলতে সেনাবাহিনীর নিরাপত্তা প্রয়োজন হত, সেখানে আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শোভাযাত্রা হয় শান্তিপূর্ণভাবে। তিনি আরও বলেন ২.৮ কোটি পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন এবং তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। দেশ জুড়ে এই রূপান্তর সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী মোদীর নিষ্ঠা, নিরন্তর নজরদারি এবং সংবেদনশীল নেতৃত্বের জন্য।

শ্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় অর্থনীতি বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। এবং ২০২৭-এর মধ্যে আমরা নিশ্চিত ভারত তৃতীয় স্থানে পৌঁছে যাবে। তিনি বলেন, ২০৪৭-এর মধ্যে ভারতের স্বাধীনতার শতবর্ষে ভারতকে পুরোপুরি উন্নত দেশ এবং প্রতিটি ক্ষেত্রে বিশ্ব নেতায় পরিণত করতে প্রয়াস চালানো হচ্ছে। শ্রী শাহ আরও বলেন, বর্তমানে গুজরাট সহ সারা ভারতের রূপান্তরকারী পরিবর্তন ঘটছে। তিনি জানান, শ্রী নরেন্দ্র মোদীর শুরু করা উন্নয়ন যাত্রা একই গতিতে চালাচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল। 


SC/AP/NS…


(Release ID: 2093294) Visitor Counter : 14