পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫ বিশ্ব জ্বালানী শক্তি সংলাপকে নুতনভাবে সংজ্ঞায়িত করবে
Posted On:
13 JAN 2025 4:58PM by PIB Kolkata
নতুনদিল্লি ১৩ জানুয়ারী ২০২৫
বিগত দুটি পর্বে অসাধারণ সাফল্যলাভের পর ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীন ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫ জ্বালানী শক্তির ক্ষেত্রে একটি প্রথম সারির অনুষ্ঠান হিসেবে চিহ্নিত। নতুন দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারী ২০২৫ এর আয়োজন করেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান পেট্রোলিয়াম ইন্ড্রাস্টি(এফআইপিআই)।
জ্বালানী শক্তি ক্যালেন্ডারে আইইডব্লু ২০২৫ একটি প্রথম সারির বিশ্বস্তরীয় অনুষ্ঠান। এটিকে বছরের সবথেকে সর্বাত্মক এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব জ্বালানী শক্তির সমাবেশ বলা যেতে পারে।
২০২৩ সালে এর সূচনা হয়। এরপর থেকে ধাপে ধাপে ইন্ডিয়া এনার্জি উইক এবছর ২০২৫-এ আন্তর্জাতিক ক্ষেত্রে আয়োজিত জ্বালানী শক্তি ভিত্তিক যে কোনো অনুষ্ঠানকেই ছাপিয়ে গেছে। প্রথম সারির আন্তর্জাতিক সংস্থা এবং দেশের অভ্যন্তরে প্রধান জ্বালানী শক্তি সংস্থাগুলির ৭০ জন সিইও-র উজ্জ্বল উপস্থিতি বিশ্বজনীন ক্ষেত্রে এটিকে অনবদ্য করে তুলেছে। উন্নত অর্থনীতির দেশ এবং গ্লোবাল সাউথের মূল দেশগুলি সহ বৃহত্তম জ্বালানী শক্তি উৎপাদনকারী দেশগুলি থেকে কুড়ির-র বেশি বৈদেশিক শক্তিমন্ত্রী এবং উপ মন্ত্রীরা এতে যোগ দিয়েছেন। বিপি, টোটাল এনার্জিস, কাতার এনার্জি, অ্যাডনক, ভাইটল-এর মতন বিশ্বের বৃহত্তম ফরচুন ফাইভ হান্ড্রেড বেশ কয়েকটি সংস্থার সিইও-রাও এতে যোগ দেন।
আইইডব্লু ২০২৫-এ উদ্ভাবন, নেতৃত্ব, দক্ষতা, সহযোগিতা, ডিজিটাল ফ্রন্টিয়ার্স সহ ৭টি কৌশলগত থিমকে যুক্ত করা হয়েছে। জোর দেওয়া হয়েছে শক্তি ক্ষেত্রে কার্বন নির্গমন কমিয়ে আনতে বাস্তব সমাধানসূত্র বের করা এবং লঘু কার্বন অর্থনীতির পথকে অনুসরণ করা।
কৃত্রিম মেধা, ডিজিটালিকরণ, সমুদ্রপথে কার্বন নিঃসরণ কমিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সম্মেলনে আলোকপাত করা হচ্ছে। স্থিতিস্থাপকতা এবং স্থানান্তর ভারতের জ্বালানী শক্তি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং কার্বন মুক্ত অর্থীনিতির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ দিককে বিশ্বজনীন করে তোলার এটি একটি প্রয়াস।
১২০টি দেশ থেকে ৭০,০০০ প্রতিনিধি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সেইসঙ্গে থাকছে ৭০০-রও বেশি প্রদর্শক। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানী, ইতালি, জাপান, রাশিয়া সহ ১০টি দেশের প্যাভিলিয়ন থাকছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা এবং সুস্থায়ী জ্বালানী ভবিষ্যতের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার প্রসারকে এই সম্মেলনে তুলে ধরা হবে।
পরিচ্ছন্ন জ্বালানীর পথকে প্রস্তত করা, সেইসঙ্গে গ্রিডস্তরে জ্বালানী শক্তি সংরক্ষণ সহ মিথেন গ্যাস নির্গমন দূরীকরণে প্রযুক্তি গড়ে তোলার মতো অগ্রাধিকারের ক্ষেত্রগুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
এই সম্মেলনের গুরুত্বের দিককে তুলে ধরে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব শ্রী পঙ্কজ জৈন বলেন, আইইডব্লু-২০২৫ বিশ্ব অংশীদারদের কাছে খোলামেলা আলোচনার একটি মঞ্চ। মূল জ্বালানী শক্তি ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার পাশাপাশি গ্রীণ হাউড্রোজেন প্রযুক্তি, সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্ভাবনী ব্যবস্থা, উন্নতমানের অনুসন্ধান প্রক্রিয়া নিয়ে এখানে মতামত বিনিময় হবে। বিশ্ব জ্বালানী শক্তি উদ্ভাবন ক্ষেত্রে এই সম্মেলন এক গুরুত্বপূর্ণ পথ নির্দেশিকা গড়ে দেবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
বিদ্যুৎ, নব এবং পুনর্নবিকরণ শক্তি মন্ত্রক সহ ভারতের জ্বালানী শক্তি ক্ষেত্রের মন্ত্রীরা এতে যোগ দেবেন। সেইসঙ্গে নীতি আয়োগ, খনি এবং খনিজ মন্ত্রকও এতে যোগ দেবে। টু-জি এবং থ্রি-জি জৈব জ্বালানী, গ্রীণ অ্যামোনিয়া, হাইড্রোজেন উৎপাদন এবং ব্যাটারি স্টোরেজের মতো ক্ষেত্রে সু্স্থায়ী এবং উদ্ভাবনী শক্তি সমাধান ক্ষেত্রে ভারতকে নেতৃত্বের জায়গা করে দেওয়ার পাশাপাশি পুনর্নবিকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতিকে তুলে ধরাই এর লক্ষ্য।
এই অনুষ্ঠানে যোগ দিতে দর্শকদের কোনো প্রবেশ মূল্য থাকছে না। এটি কেবলমাত্র একটি সম্মেলন হিসেবেই নয়, আইইডব্লু বিশ্বে অন্যতম সর্বাত্মক উল্লেখযোগ্য জ্বালানী শক্তি অনুষ্ঠান হিসেবে চিহ্নিত।
SC/AB/CS
(Release ID: 2092674)
Visitor Counter : 11