লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা লোহরি-র প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 12 JAN 2025 8:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জানুয়ারি, ২০২৫

 

লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা লোহরি-র প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

শ্রী বিড়লা তাঁর বার্তায় বলেন, 

‘লোহরি উৎসব উপলক্ষ্যে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা’।

ফসল কাটার এই উৎসব প্রকৃতির দান এবং কৃষকদের কঠোর পরিশ্রম ও সমর্পণের উৎসব।

আমি কামনা করি এই লোহরি অনুষ্ঠান আমাদের প্রত্যেকের বাড়িতে উৎসব, আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমাদের দেশে উন্নতি ও প্রগতি হোক।

 

SC/PM/SKD


(Release ID: 2092421) Visitor Counter : 28