প্রতিরক্ষামন্ত্রক
এরো ইন্ডিয়া ২০২৫ সূত্রে নতুন দিল্লিতে রাষ্ট্রদূতদের গোলটেবিল বৈঠকে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
Posted On:
09 JAN 2025 4:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ জানুয়ারি ২০২৫
২০২৫-এর এরো ইন্ডিয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ১০ জানুয়ারি ২০২৫ নতুন দিল্লিতে রাষ্ট্রদূতদের গোলটেবিল বৈঠকে পৌরোহিত্য করবেন। ১৫০-এর বেশি বন্ধু দেশের রাষ্ট্রদূত এবং উচ্চ আয়ুক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। এরো ইন্ডিয়া ২০২৫-এর বিশেষ অনুষ্ঠানগুলি সম্পর্কে তাদের অবহিত করা হবে এবং প্রতিরক্ষামন্ত্রী ব্যক্তিগত ভাবে তাদের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানাবেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ এবং প্রতিরক্ষা মন্ত্রক এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ আধিকারিকরা অনুষ্ঠানে অংশ নেবেন।
কর্ণাটকের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৫-এর এয়ারফোর্স স্টেশনে এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনী এরো ইন্ডিয়ার পঞ্চদশ সংস্করণ আয়োজিত হবে। ৫ দিনের অনুষ্ঠানে আছে যবনিকা উত্তোলন, উদ্বোধন, প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন, সিইও-দের গোলটেবিল, আইডেক্স স্টার্টআপ অনুষ্ঠান, শ্বাসরুদ্ধকর বিমান প্রদর্শনী এবং একটি বড় প্রদর্শনী যেখানে থাকবে ভারতের প্যাভিলিয়ন। এছাড়াও বিমান কোম্পানিগুলির জন্য মেলার বন্দোবস্ত থাকছে। এবারের থিম ‘দ্য রানওয়ে টু এ বিলিয়ন অপার্চুনিটিজ’।
প্রথম তিন দিন অর্থাৎ ১০, ১১, ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক কার্যাবলী সম্পন্ন হবে, ১৩ এবং ১৪ সাধারণ মানুষ বিমান প্রদর্শনী দেখতে পাবেন। বিদেশী এবং ভারতীয় সংস্থাগুলির মধ্যে অংশীদারিত্ব হওয়ার মঞ্চ দেবে এই অনুষ্ঠান। দেশজ প্রক্রিয়ায় গতি আনতে আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলের নতুন পথগুলির খোঁজ পাওয়া যাবে।
বিমান এবং প্রতিরক্ষা ক্ষেত্রের বিশ্বের সামনের সারির সংস্থাগুলি যোগ দেবে এরো ইন্ডিয়ায়। তারা তাদের পণ্য এবং পরিষেবার পরিবেশন করতে পারবে আগ্রহী দর্শকের কাছে। দ্বিবার্ষিক এই অনুষ্ঠান শিল্পমহলের যোগাযোগ করার এবং ভবিষ্যৎ পন্থা স্থির করার একটি মঞ্চ হিসেবে কাজ করে।
SC/AP/AS
(Release ID: 2091607)
Visitor Counter : 6