প্রধানমন্ত্রীরদপ্তর
জিনোম ভারত প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য
Posted On:
09 JAN 2025 5:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ জানুয়ারি , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিনোম ইন্ডিয়া প্রকল্পের সূচনায় তাঁর বক্তব্য পেশ করেন। এই উপলক্ষে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার ক্ষেত্রে ভারত আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ৫ বছর আগে জিনোম ভারত প্রকল্প অনুমোদন করা হয়েছিল এবং আমাদের বিজ্ঞানীরা কোভিডের মতো অতিমারীর প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রকল্পের কাজ শেষ করেছেন। এই গবেষণায় আইআইএসসি, আইআইটি, সিএসআইআর-এর মতো ২০টির বেশি প্রথম সারির গবেষণা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, জৈব প্রযুক্তি বিপ্লবের ক্ষেত্রে জিনোম ভারত প্রকল্প একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। তাঁর বক্তব্যে সিকেল সেল অ্যানিমিয়ার মতো রোগের বিরুদ্ধে চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন শ্রী মোদী। ভারতে জেনেটিক সংক্রান্ত রোগের ক্ষেত্রে সচেতনতার অভাবের কথা উল্লেখ করেন তিনি। জিনোম ভারত প্রকল্প এ ধরনের রোগের চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে তিনি আশাপ্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বায়ো অর্থনীতি গত ১০ বছরে ২০১৪ সালের ১০ বিলিয়ন ডলার থেকে বেড়ে আজ ১৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলির ভূমিকার কথাও উল্লেখ করেন। এসব কেন্দ্রে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ মেলে। শ্রী মোদী জানান, ভারত এক বড় ধরনের গবেষণা পরিমণ্ডল গড়ে তুলছে এবং সেখানে গবেষণা ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনমুখী প্রশাসন ও ডিজিটাল গণ-পরিকাঠামো বিশ্বের কাছে নতুন মডেল হয়ে উঠেছে। জিনোম ভারত প্রকল্প জেনেটিক গবেষণার ক্ষেত্রে ভারতের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
SC/MP/NS
(Release ID: 2091536)
Visitor Counter : 13
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam