প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী, শিলান্যাস হল ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় প্রথম গ্রিন হাইড্রোজেন হাব-এর

Posted On: 08 JAN 2025 7:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ জানুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি বলেন, ৬০ বছর পর ধারাবাহিকভাবে তৃতীয়বার কোনো সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছে। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের মানুষের সমর্থনের কথা বলেন তিনি।

অন্ধ্রপ্রদেশ রাজ্যটি বিপুল সম্ভাবনাময় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ নাগাদ ২.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা রেখেছে এই প্রদেশ। সেই অনুযায়ী বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু।

প্রধানমন্ত্রী বলেন, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের সূচনা হয় ২০২৩-এ। এর লক্ষ্য, ২০৩০ নাগাদ ৫০ লক্ষ মেট্রিক টন গ্রিন হাইড্রোজেন উৎপাদনের স্বপ্নকে সফল করে তোলা। প্রারম্ভিক পর্যায়ে দুটি গ্রিন হাইড্রোজেন হাব তৈরি হচ্ছে। এর একটি গড়ে উঠবে বিশাখাপত্তনমে। এর ফলে কর্মসংস্থানের প্রসারের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে উৎপাদন ক্ষেত্রেও গতি আসবে।

নাক্কাপল্লীর বাল্ক ড্রাগ পার্ক প্রকল্পের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অন্ধ্রপ্রদেশ নিয়ে মাত্র তিনটি রাজ্যে এই ধরনের প্রকল্প রূপায়িত হয়েছে। এর ফলে, ওষুধ তৈরির ক্ষেত্রে গবেষণার প্রসার ঘটবে এবং উপকৃত হবে স্থানীয় ওষুধ কোম্পানিগুলি।

আধুনিক শহরায়নের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশকে সারা দেশের সামনে একটি উদাহরণ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। শিল্প ও উৎপাদন ক্ষেত্রে এই রাজ্য দেশের শীর্ষস্থানীয় বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশাখাপত্তনমে সাউথ কোস্ট রেলওয়ের সদর দপ্তরের শিলান্যাস সেখানকার মানুষের বহুদিনের দাবি পূরণ করবে। এর ফলে, এই অঞ্চলে বাণিজ্য ও কৃষির প্রসার ঘটবে এবং পর্যটনে গতি আসবে। দেশের যেসব রাজ্যের ১০০ শতাংশ রেলপথের বৈদ্যুতিকীকরণ হয়েছে, তার মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশ। এখানে ৭০টি রেল স্টেশনকে উন্নত করে তোলা হচ্ছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায়। পরিকাঠামোর আরও প্রসার হলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয়ী।

অন্ধ্রপ্রদেশের উপকূল এবং বিশাখাপত্তনম সুপ্রাচীনকাল থেকে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের প্রবেশদ্বার হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র-অর্থনীতির বিকাশে কাজ চলছে জোরকদমে।

প্রতিটি ক্ষেত্রে সর্বাত্মক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তাঁর সরকারের অগ্রাধিকার বলে আবারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল শ্রী এস আব্দুল নাজির, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু প্রমুখ।

উল্লেখ্য, বিশাখাপত্তনমের কাছে পুদিমাডাকায় তৈরি হবে জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় প্রথম গ্রিন হাইড্রোজেন হাব। এজন্য খরচ ধরা হয়েছে প্রায় ১,৮৫,০০০ কোটি টাকা। এই প্রকল্প ২০৩০ নাগাদ দেশে অজীবাশ্ম উৎস থেকে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ভূমিকা নেবে।

 

SC/AC/DM


(Release ID: 2091422) Visitor Counter : 7