অর্থমন্ত্রক
নতুন দিল্লিতে আজ শেষ হল প্রাক-বাজেট পর্যালোচনা বৈঠক
Posted On:
06 JAN 2025 8:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ জানুয়ারি , ২০২৫
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের সভাপতিত্বে নতুন দিল্লিতে আজ শেষ হল প্রাক-বাজেট পর্যালোচনা বৈঠক। কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ নিয়ে পর্যালোচনার জন্য ডাকা এই বৈঠকের সূচনা হয়েছিল গত ৬ ডিসেম্বর। একমাস ধরে এই বৈঠক চলে।
বিভিন্ন কৃষক সংস্থা ও কৃষি সংক্রান্ত আর্থিক বিশেষজ্ঞ, ট্রেড ইউনিয়ন, শিক্ষা ও স্বাস্থ্য, এমএসএমই, বাণিজ্য ও পরিষেবা, শিল্প, অর্থনীতিবিদ, আর্থিক ক্ষেত্র ও মূলধনী বাজার, সেইসঙ্গে পরিকাঠামো, শক্তি সহ ৯টি সংশ্লিষ্ট গোষ্ঠীর ১০০ জনের বেশি আমন্ত্রিত প্রতিনিধি এই শলাপরামর্শে যোগ দেন।
বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শদানের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বৈঠকে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বৈঠকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধারী, অর্থ সচিব শ্রী তুহিনকান্ত পাণ্ডে, আর্থিক বিষয়ক দপ্তরের সচিব শ্রী অজয় শেঠ, মুখ্য আর্থিক উপদেষ্টা ডঃ ভি অনন্ত নাগেশ্বরণ সহ বিভিন্ন পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
১০ জানুয়ারি ২০২৫ থেকে নাগরিকরা মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ নিয়ে তাঁদের মূল্যবান পরামর্শ ও মতামত প্রদান করতে পারবেন। অর্থমন্ত্রক এবং মাই গভ দেশজুড়ে নাগরিকদের কাছ থেকে উদ্ভাবনমূলক ও গঠনমূলক পরামর্শ পেতে আগ্রহী। এই পরামর্শ প্রদানের জন্য নাগরিকরা মাই গভ প্ল্যাটফর্ম (http://www.mygov.in) দেখুন এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তাঁদের অবদান রাখুন।
SC/MP/NS
(Release ID: 2090818)
Visitor Counter : 11