জাতীয় মানবাধিকার কমিশন
azadi ka amrit mahotsav

ভারতের জাতীয় মানবাধিকার আয়োগের উদ্যোগে ব্যক্তি স্বাধীনতা ও মর্যাদা এবং হাতে করে নোংরা সাফাই করেন যারা, সেইসব সাফাই কর্মীদের অধিকার নিয়ে খোলামেলা আলোচনা সভার আয়োজন

Posted On: 06 JAN 2025 12:25PM by PIB Kolkata

নতুন দিল্লি ৬ জানুয়ারি ২০২৫

 

ব্যক্তি স্বাধীনতা ও মর্যাদা এবং হাতে করে নোংরা সাফাই করেন যারা, সেইসব সাফাই কর্মীদের অধিকার- এই বিষয় নিয়ে ভারতের জাতীয় মানবাধিকার আয়োগ নতুন দিল্লিতে তাদের ভবনে মিশ্র মাধ্যমে এক খোলামেলা আলোচনাসভার আয়োজন করে। আলোচনায় পৌরোহিত্য করেন সংস্থার চেয়ারপার্সন বিচারপতি শ্রী ভি রামাসুব্রামিনয়ন। সংস্থার নানা সদস্য, মহাসচিব শ্রী ভরত লাল, বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, মানবাধিকার কর্মী, রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি সংগঠন, ও গবেষকরা আলোচ্য বিষয়ে তাঁদের মতামত জানান। 
ভারতের জাতীয় মানবাধিকার আয়োগের চেয়ারপার্সন বলেন, হাতে করে সাফাই কাজ করাকে নির্মূল করতে আইন সভা, প্রশাসন এবং আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। ঝুঁকিপূর্ণ আবর্জনা এবং ময়লা পরিষ্কার হাতে করে করাকে আইনগতভাবে নির্মূল করা হলেও এই কাজে বিভিন্ন সময় প্রানহানির ঘটনা ঘটছে, যা উদ্বেগের। তিনি বলেন, এই কাজে যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা উচিত। কোনো একটি রাজ্যে পরীক্ষিতভাবে তাতে সাফল্য পেলে দেশের অন্যান্য রাজ্যেরও উচিত তাকে অনুসরণ করা। 
ভারতের জাতীয় মানবাধিকার আয়োগের মহাসচিব শ্রী ভরত লাল বলেন, বিভিন্ন রাজ্য যন্ত্রচালিতভাবে সাফাই কর্মের কাজ করছে। স্থানীয় পৌর প্রশাসন একাজে সামিল হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ করে ৩ বছর মেয়াদের ভিত্তিতে কর্মসূচী ঠিক করা হয়েছে। অন্য বক্তারাও তাঁদের বক্তব্য জানান। 
আলোচনায় ১০ দফা প্রস্তাব উঠে আসে। এরমধ্য উল্লেখযোগ্য হল সাফাই কর্মীদের কল্যাণে গৃহীত ব্যবস্থার যথাযথ রূপায়ণ হচ্ছে কিনা, তা নজরদারি নিশ্চিত করা। তাদের ন্যূনতম মজুরী এবং যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা। সাধারণ সাফাই কর্মী এবং হাতে করে যারা নোংরা আবর্জনা পরিষ্কার করেন, তাদের আলাদা করা দরকার। মহিলা পরিচালিত স্ব-নির্ভর গোষ্ঠীকে তাদের সুস্থায়ী জীবন-যাপনের স্বার্থে ভর্তুকির মাধ্যমে যন্ত্রচালিত সহায়তা ব্যবস্থা দেওয়া দরকার। নমস্তে এবং এসবিএম জাতীয় প্রকল্পের অধীন এই পেশাগত ক্ষেত্রে স্বচ্ছ্বতা বিধানের জন্য জনসচেতনতা গড়ে তোলা। প্রশিক্ষণমূলক কর্মসূচীর আয়োজন করা এবং এদের জন্য স্বাস্থ্যবীমা, শিক্ষা প্রভৃতি সংক্রান্ত একটি ডেটাবেস গড়ে তোলা। নজরদারি প্রক্রিয়া জোরালো করার ওপর তাঁরা জোর দেন। 
কমিশন এইসব প্রস্তাব গুচ্ছের আইনি রূপায়ণ সুনিশ্চিত করতে এবং নীতিগত সংস্থানের ব্যাপারটি খতিয়ে দেখতে পুণরায় আলোচনায় মিলিত হবেন। ঝুঁকিপূর্ণ নোংরা আবর্জনা হাতে করে পরিষ্কারের ক্ষেত্রে জীবন হানির আশঙ্কা জড়িত থাকায় এই ব্যবস্থা পুরোপুরি নির্মূল করা দরকার এবং সাফাই কাজের সঙ্গে যারা জড়িত, তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তোলা উচিত। 

 


SC/AB/CS


(Release ID: 2090546) Visitor Counter : 15