আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
১০০০ কিলোমিটার মেট্রো বিশ্বের তৃতীয় বৃহত্তম
Posted On:
05 JAN 2025 6:59PM by PIB Kolkata
নতুন দিল্লি ৫ জানুয়ারি ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-“মেট্রো যোগাযোগ বৃদ্ধি করতে গত এক দশকে বিপুল কাজ হয়েছে। ফলে, শহরে পরিবহন ব্যবস্থা জোরদার হয়েছে এবং জীবন-যাপন সহজ হয়েছে।“
মেট্রো ব্যবস্থা ভারতে ভ্রমণে রূপান্তর এনেছে। ১১টি রাজ্য এবং ২৩ শহর জুড়ে ১,০০০ কিলোমিটার মেট্রো রেলপথের ওপর ভরসা করেন মানুষ দ্রুত, সহজ এবং সুলভ যাতায়াতের জন্য। এই বৃদ্ধি নিয়ে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে। মেট্রো শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয়, এটি জীবনযাত্রা এবং শহরে যান চলাচলে পরিবর্তন এনেছে।
৫ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মেট্রো নেটওয়ার্ক বৃদ্ধি করতে এবং আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে একটি বড় পদক্ষেপ নিয়েছেন। দিল্লিতে ১২,২০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেছেন, যার মধ্যে আছে ১৩ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডর। যা দিল্লি এবং মিরাটের মধ্যে যাতায়াত অনেকটাই সহজ করে তুলবে। এছাড়াও প্রধানমন্ত্রী ২.৮ কিলোমিটার দীর্ঘ দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়েরও সূচনা করেন যাতে পশ্চিম দিল্লির সুবিধা হবে। এছাড়াও ২৬.৫ কিলোমিটার দীর্ঘ রিঠালা-কুন্ডলী শাখার শিলান্যাস করেন তিনি, দিল্লি এবং হরিয়ানার মধ্যে সংযোগ আরও বৃদ্ধি করতে।
মেট্রো এখন আরও দূরত্ব জুড়ে চলাচল করছে। প্রতিদিন ১ কোটির বেশি যাত্রী বহন করছে। মেট্রো রেল প্রকল্পে ভারত ২০২২-এ জাপানকে ছাড়িয়ে গেছে। মেট্রো নেটওয়ার্কে দ্বিতীয় বৃহত্তম হওয়ার লক্ষ্যে এগোচ্ছে।
১৯৬৯-এ মেট্রোর সূচনা হয় মেট্রোপলিটন ট্রান্সপোট প্রোজেক্টের মাধ্যমে।
১৯৮৪-তে কলকাতায় এসপ্ল্যানেড এবং ভবানীপুরের মধ্যে ৩.৪ কিলোমিটার দীর্ঘ রেলপথে প্রথম মেট্রো চলে।
১৯৯৫-তে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন(ডিএমআরসি) স্থাপিত হয়। কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারের যৌথ অংশগ্রহণে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলে। ২০০২-এ ডিএমআরসি দিল্লিতে প্রথম মেট্রো চালু করে।
২০১১-য় নমো মেট্রোর(বেঙ্গালুরু মেট্রো)-র প্রথম ভাগটি নির্মিত হয়।
২০১৭-য় চেন্নাইতে গ্রীন লাইনের প্রথম ভূগর্ভস্থ শাখার উদ্বোধন হয়।
২০২০-তে কোচি মেট্রোর প্রথম পর্যায়ের কাজের সমাপ্তি হয়।
২০২৪-এ প্রধানমন্ত্রী মোদী কলকাতায় ভারতের প্রথম জলের নীচের মেট্রো টানেলের উদ্বোধন করেন।
২০২০-র ২৮ ডিসেম্বর দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে প্রথম চালকবিহীন মেট্রো পরিষেবার সূচনা করে ভারত।
কেরলের কোচি ভারতের প্রথম শহর যেখানে ওয়াটার মেট্রো প্রোজেক্টের সূচনা হয়। শহরের আশপাশের ১০টি দ্বীপকে জুড়তে ইলেকট্রিক হাইব্রিড বোটের সূচনা হয়।
SC/AP/CS
(Release ID: 2090446)
Visitor Counter : 18