স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
নিমহ্যানস-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতির ভাষণ
Posted On:
03 JAN 2025 2:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জানুয়ারি, ২০২৫
বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস (নিমহ্যানস)-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ ভাষণ দেন মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, “মানসিক স্বাস্থ্য রক্ষায় নিমহ্যানস-এর ফ্যাকাল্টি সদস্য, ছাত্রছাত্রী এবং প্রশাসন যে নিষ্ঠার পরিচয় রেখে চলেছেন, তা আমাদের সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অনুষ্ঠান শুধুমাত্র নিমহ্যানস নয়, গোটা দেশের কাছে এক উল্লেখযোগ্য উদযাপনের মুহূর্ত।”।
রাষ্ট্রপতি বলেন, ৫৩টি কেন্দ্র সহ টেলি-মানস প্ল্যাটফর্ম গত দু’বছর ধরে দেশের প্রায় ৭০ লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে। “এই রূপান্তরমূলক সেবা প্রশংসার দাবি রাখে। আমি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের উদ্যোগেরও প্রশংসা করছি।”
মানসিক স্বাস্থ্য পরিচর্যায় আধুনিক চিকিৎসার সঙ্গে যোগাসন এবং আয়ুর্বেদের মতো পরম্পরাগত পদ্ধতির মেলবন্ধনের ক্ষেত্রে নিমহ্যানস-এর দৃষ্টান্তমূলক সাফল্যের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। এই উদযাপনের অংশ হিসেবে রাষ্ট্রপতি নিমহ্যানস-এ বেশ কয়েকটি নতুন পরিষেবার সূচনা করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী শ্রী জে পি নাড্ডা তাঁর ভাষণে বলেন, নিমহ্যানস-এ চিকিৎসার জন্য আসা রোগীর সংখ্যা ১৯৭০-এর ১০ লক্ষের কম থেকে গত এক দশকে পাঁচগুণ বেড়ে ৫০ লক্ষ হয়েছে। উন্নত চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে নিমহ্যানস-এর ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, গত পাঁচ দশক ধরে নিমহ্যানস মানসিক স্বাস্থ্য ও স্নায়ু রোগের চিকিৎসায় রোগীদের কাছে বিশেষ গন্তব্য হয়ে উঠেছে।
SC/MP/DM
(Release ID: 2090068)
Visitor Counter : 9