রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি কেএলই ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করলেন

प्रविष्टि तिथि: 03 JAN 2025 6:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ জানুয়ারি, ২০২৫ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ কর্ণাটকের বেলাগাভিতে কেএলই ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেছেন। 
ভাষণে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমীক্ষায় মৃত্যুর অন্যতম দূত হিসেবে ক্যান্সারের ভূমিকা প্রমাণিত। ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আরও ২ কোটি মানুষ এবং মৃত্যু হয়েছে ৯৭ লক্ষ মানুষের। ভারতে প্রতি ১ লক্ষ জনের ১০০ জন ক্যান্সারে আক্রান্ত। আইসিএমআর – এর একটি সমীক্ষা মোতাবেক ২০২০-র তুলনায় ক্যান্সার আক্রান্তের সংখ্যা ২০২৫ – এ ১৩ শতাংশ বেড়ে যাবে। 
রাষ্ট্রপতি বলেন, ক্যান্সার রোগীদের শারীরিক এবং মানসিক চাহিদা মেটানোয় স্বাস্থ্য কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। ক্যান্সার সম্পর্কে এবং এই রোগের চিকিৎসার বিষয়ে সচেতনতার প্রসার জরুরি। বহু সময়েই অজ্ঞতার কারণে কিংবা আর্থিক অসুবিধার জন্য ক্যান্সারের চিকিৎসা বিলম্বিত হয়। এই বিষয়টি প্রাণঘাতি হয়ে উঠতে পারে। 
রাষ্ট্রপতি আরও বলেন, বহু পরিবারেই মেয়েদের তুলনায় ছেলেদের স্বাস্থ্যের প্রতি বেশি দৃষ্টি দেওয়া হয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই প্রবণতা দূর করতে ব্যক্তি ও সামাজিক স্তরে উদ্যোগ প্রয়োজন বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। 
রাষ্ট্রপতির ভাষণটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jan/doc202513480401.pdf

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2090065) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Kannada , Malayalam