প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও-র ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রী, ডিআরডিও’র কর্মী এবং বরিষ্ঠ বৈজ্ঞানিকদের অভ্যন্তরীণ ক্ষমতা বাড়ানোর আহ্বান জানালেন
Posted On:
02 JAN 2025 3:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জানুয়ারি, ২০২৫
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র বৈজ্ঞানিকবৃন্দ এবং সংস্থার কর্মচারীদের সঙ্গে দেখা করেন। সংস্থার সকল কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনার সময় শ্রী সিং প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তিগত বাস্তু ব্যবস্থা দ্রুত উদ্ভাবনের উপর জোর দেন এবং এমন ধরনের অভিনব প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত করার আহ্বান জানান, যেগুলি বর্তমান পরিস্থিতিতে কাজে লাগানো যাবে।
আজ নতুন দিল্লিতে ডিআরডিও-র প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী। উপলক্ষ্য প্রতিষ্ঠানের ৬৭তম প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ-ও।
ডিআরডিও-র কর্মীবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনায় শ্রী সিং অভ্যন্তরীণ ক্ষমতার বিকাশ ঘটানোর উপর জোর দেন এবং দেশের সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম তুলে দেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে বেসরকারি ক্ষেত্রের সহযোগিতায় অস্ত্রশস্ত্র প্রস্তুত করার ব্যাপারেও উৎসাহ প্রদান করেন প্রতিরক্ষা মন্ত্রী। একই সঙ্গে, প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা দেশগুলি যে প্রযুক্তি ব্যবহার করছে, তার উপরও নজর রাখার আহ্বান জানান শ্রী সিং। তিনি ডিআরডিও-র প্রত্যেকটি গবেষণাগারের ২-৩টি প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প চিহ্নিত করার উপর জোর দেন, যেগুলি ২০২৫ – এর মধ্যেই সম্পূর্ণ করা সম্ভব হবে। পাশাপাশি, কিছু কিছু স্টার্টআপ সংস্থাকে এর গবেষণা ও উন্নয়নমূলক প্রচেষ্টায় সামিল করা যায় কিনা, তাঁর সম্ভাবনাও খতিয়ে দেখার কথা বলেন মন্ত্রী।
SSS/SB…
(Release ID: 2089720)
Visitor Counter : 9