সংস্কৃতিমন্ত্রক
মহাকুম্ভ ২০২৫ : ধর্ম ও সংস্কৃতির এক মহা মিলন ক্ষেত্র
Posted On:
29 DEC 2024 10:59AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর ২০২৪
মহাকুম্ভ ২০২৫ সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন :
"আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ দিন ধরে প্রয়াগরাজে আয়োজিত হবে মহাকুম্ভ। ঐ সময়ে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের এখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর অনেকগুলি কারণ রয়েছে। প্রথমেই এনআরআই দিবস, তার পরেই মহাকুম্ভ এবং এর ঠিক পরে পরেই সাধারণতন্ত্র দিবসের উদযাপন। এ হল এক ধরনের ত্রিবেণী সঙ্গম, যেখানে ভারতের উন্নয়ন ও ঐতিহ্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করার এক বিশেষ সুযোগ সম্প্রসারিত হবে বলে আমি মনে করি।"
প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ ২০২৫-এর উদ্যোগ আয়োজনে সামিল হয়েছে। প্রয়াগরাজে আয়োজিত এই কুম্ভ যাতে মহাসমারোহে অথচ সুরক্ষা ও নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে উদ্যোগ আয়োজনের ক্ষেত্রে কোনরকম ত্রুটি রাখা হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, মহাকুম্ভ হল আধ্যাত্মিকতার এক বিশেষ উদযাপন। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকা ৪৫ দিনের এই উৎসবে উপস্থিত থাকবেন বিশ্বের নানা প্রান্তের ৪০ কোটিরও বেশি পুণ্যার্থী। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক মিলন ক্ষেত্র হয়ে উঠবে ২০২৫-এর মহাকুম্ভ।
মহাকুম্ভকে উপলক্ষ করে পরিকাঠামোর দিক থেকে নতুন ভাবে সেজে উঠছে প্রয়াগরাজ। ৪৫ দিনের এই উৎসবে দেশ-বিদেশের ৪০ কোটিরও বেশি পর্যটক ও পুণ্যার্থীর সমাবেশ ঘটবে বলে মনে করা হচ্ছে। এই অতিরিক্ত চাপ সামাল দেওয়ার জন্য সড়ক পরিকাঠামোকেও আরও মজবুত করে তোলা হচ্ছে। ৯২টি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের পাশাপাশি সেগুলিকে নতুন রূপ দেওয়া হচ্ছে। ১৭টি সড়কের উভয় দিকই দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হচ্ছে। ৩০টি সেতুকে করে তোলা হচ্ছে আরও মজবুত।
প্রয়াগরাজ অর্থাৎ মহাকুম্ভ নগরে পুণ্যার্থীদের থাকার জন্য প্রচুর অস্থায়ী আস্তানা তৈরি করা হচ্ছে। হাজার হাজার তাঁবু ও অন্যান্য আস্তানার পাশাপাশি সুপার ডিলাক্স থাকার জায়গাও গড়ে তোলা হচ্ছে। আইআরসিটিসি-র উদ্যোগে মহাকুম্ভ গ্রাম নামে বিলাসবহুল তাঁবুরও ব্যবস্থা করা হয়েছে। এখানে পুণ্যার্থীরা বিলাসের যাবতীয় সামগ্রীর পাশাপাশি অত্যাধুনিক সুযোগ-সুবিধাও লাভ করতে পাবেন।
প্রয়াগরাজে আগত পুণ্যার্থীদের সুবিধার জন্য বিভিন্ন সড়কের কিছু দূর অন্তরই ২ লক্ষ ৬৯ হাজারের মতো পথনির্দেশ সম্বলিত প্লেটও লাগানো হচ্ছে। ব্যবস্থা থাকছে মোবাইল টয়লেটেরও।
মহাকুম্ভে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া হচ্ছে। ২৪ ঘন্টা নজরদারির লক্ষ্যে বসানো হচ্ছে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা। আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন। অগ্নিনির্বাপণের ব্যবস্থাও প্রায় পাকা। এজন্য ব্যয় করা হচ্ছে ১৩১ কোটি টাকারও বেশি। এমনকি, জলের নীচেও থাকছে আন্ডারওয়াটার ড্রোনে নজরদারি। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি টিম ২৪ ঘন্টা কাজ করে যাবে। সবকটি থানাতেই থাকছে সাইবার হেল্প ডেস্কের ব্যবস্থা। বিপর্যয় মোকাবিলা টিমকেও প্রস্তুত রাখা হয়েছে যাবতীয় দুর্যোগ ও বিপর্যয় সামাল দেওয়ার জন্য।
মহাকুম্ভে থাকছে চিকিৎসারও যাবতীয় বন্দোবস্ত। অস্থায়ী হাসপাতালগুলিতে অস্ত্রোপচার সহ রোগ নির্ণয়ের ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। 'ভীষ্ম কিউব'-এর সাহায্যে একই সঙ্গে ২০০ জন পর্যন্ত মানুষের চিকিৎসা করা হবে। 'নেত্র কুম্ভ' নামে চোখ পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থাও এই মহাকুম্ভের উদ্যোগ আয়োজনের আর একটি দিক। স্থাপন করা হয়েছে একটি চক্ষুদান শিবিরও। উল্লেখ্য, ২০১৯ সালের মেলা ও উৎসবে ১১ হাজারেরও বেশি মানুষ চক্ষুদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।
এছাড়াও মহাকুম্ভকে কেন্দ্র করে অন্যান্য যে সমস্ত ব্যবস্থা ও সুযোগ-সুবিধার প্রসার ঘটানো হচ্ছে তার মধ্যে রয়েছে পরিবেশ সুরক্ষা, ডিজিটাল উদ্ভাবন, পর্যটন ও সাংস্কৃতিক উদ্যোগ ইত্যাদি।
মহাকুম্ভকে কেন্দ্র করে স্থানীয় পণ্যের পসরা দিয়ে বিপণিগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে যেখানে নানা ধরনের সামগ্রী সংগ্রহের সুযোগ থাকবে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য থাকছে বিশেষ কিছু ব্যবস্থা। এই ভাবে সরকার ও সাধারণ মানুষের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মহাকুম্ভ ২০২৫ হয়ে উঠবে শুধু একটি ধর্মীয় সমাবেশ মাত্র নয়, একই সঙ্গে আধ্যাত্মিকতা, সংস্কৃতি, সুরক্ষা, ধারাবাহিকতা ও আধুনিকতার এক বিশ্বজনীন উদযাপন।
PG/SKD/AS
(Release ID: 2088810)
Visitor Counter : 16