প্রধানমন্ত্রীরদপ্তর
৪৫ তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর
Posted On:
26 DEC 2024 7:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ ৪৫ তম পর্বের প্রগতি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি প্রশাসন ক্ষেত্রে আইসিটি নির্ভর বহু উদ্দেশ্য সাধক একটি বহু মডেল মঞ্চ। কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে যুক্ত করে সময় ধরে সরকারি প্রকল্পের রূপায়ণের এটি একটি ক্ষেত্র।
বৈঠকে ৮টি উল্লেখযোগ্য প্রকল্পের পর্যালোচনা হয়, যার মধ্যে নগর পরিবহনের ৬টি মেট্রো প্রকল্প এবং বাকি দুটি সড়ক সংযোগ এবং তাপবিদ্যুৎ
সংক্রান্ত। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই সমস্ত প্রকল্পগুলির সম্মিলিত খরচ ১ লক্ষ কোটি টাকা।
প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য স্তরের সমস্ত সরকারি আধিকারিকদের বুঝতে হবে প্রকল্প রূপায়ণে দেরির অর্থ কেবলমাত্র প্রস্তাবিত খরচ বৃদ্ধিই নয়, সেই সঙ্গে সাধারণ মানুষের অসুবিধার দিকটিও রয়েছে।
আলোচনাকালীন প্রধানমন্ত্রী ব্যাঙ্কিং এবং বিমা ক্ষেত্রে জন অভিযোগের বিষয়টিও পর্যালোচনা করেন। অভিযোগ নিষ্পত্তির সময় কমিয়ে আনার পাশাপাশি আরও সুচারুভাবে অভিযোগ নিষ্পত্তির ওপরও প্রধানমন্ত্রী জোর দেন।
যেহেতু অনেক বেশি শহরে জনপরিবহনে পছন্দমূলক ক্ষেত্র হিসেবে মেট্রো প্রকল্প গড়ে উঠছে, তাই সেই সমস্ত জায়গায় রূপায়ণাধীন প্রকল্পগুলি বা প্রস্তাবিত প্রকল্পকে ঘিরে অভিজ্ঞতা বিনিময়ের জন্য কর্মশালার আয়োজনের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী ।
বিভিন্ন প্রকল্পের পর্যালোচনাকালীন প্রধানমন্ত্রী প্রকল্প রূপায়ণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সময় বেঁধে পুনর্বাসনের ওপরও গুরুত্ব দেন। নতুন জায়গাগুলিতে এইসব পরিবারগুলির কাছে তাদের জীবনধারণের স্বাচ্ছন্দ্যের জন্য উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সূর্যঘর নিঃশুল্ক বিদ্যুত যোজনার বিষয়টিও পর্যালোচনা করেছেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে উন্নত সহযোগিতার পরিমণ্ডল গড়ে তুলে ঘরের ছাদে নির্মিত সৌর প্যানেলের দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি। এক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল চালুর প্রক্রিয়া আরও দ্রুত গড়ার ওপরও জোর দেন তিনি। গ্রাম, শহর এবং নগরগুলিতে ধাপে ধাপে এই প্রকল্প দ্রুত সম্পূর্ণ করতে ওপরও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
এই ৪৫-তম পর্বের প্রগতি বৈঠক হওয়া পর্যন্ত ১৯.১২ লক্ষ কোটি টাকার ৩৬৩টি প্রকল্পের পর্যালোচনা হয়েছে।
PG/ AB /NS…
(Release ID: 2088522)
Visitor Counter : 6
Read this release in:
Tamil
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu