যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সাইকেলের মাধ্যমে ফিট ইন্ডিয়া সানডের সূচনা ডাঃ মনসুখ মান্ডভিয়ার, সিআরপিএফ, আইটিবিপি এবং প্রাক্তন ডব্লুডব্লুই তারকা শ্যাঙ্কি সিং যোগ দেন

Posted On: 22 DEC 2024 1:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২৪


এ সপ্তাহের শুরুতে ফিট ইন্ডিয়া সাইক্লিং –এর সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া আজ সকালে নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে সাইকেল চালিয়ে ফিট ইন্ডিয়া সানডে-র উদ্যোগের সূচনা করলেন।

তিনি ছাড়াও সিআরপিএফ, আইটিবিপি এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আবাসিক ও তরুণ ক্রীড়াবিদরা এতে যোগ দেন। এছাড়াও রাজধানী শহরের অনেক সাইকেলপ্রেমী ক্লাব এতে যোগ দেয়। রবিবারের অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন প্রাক্তন ডব্লুডব্লুই তারকা শ্যাঙ্কি সিং, পদ্মশ্রী এবং অর্জুন খেতাব প্রাপ্ত মৌমা দাস। স্পোর্টস অথরিটি ইন্ডিয়া ন্যাশনাল সেন্টারস অফ এক্সেলেন্স (এনসিওই) কলকাতাতেও রবিবারের এই সাইকেল চালানোর অনুষ্ঠানের সূচনা হয়। 


ডাঃ মনসুখ মান্ডভিয়া সাইকেল চালানোর উপযোগিতা ব্যাখ্যা করে বলেন, দেশের ১১০০-রও বেশি জায়গাতে একই সঙ্গে এই উদ্যোগ শুরু হয়েছে। সাইকেল চালানোর উপযোগিতা সম্পর্কে জনমত গড়ে তোলাই এর উদ্দেশ্য। তিনি আরও বলেন, আজকের দিনে সাইকেল বিশেষ গুরুত্বপূর্ণ। বিকশিত ভারতের লক্ষ্য হল মানুষের সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া, তাতে স্বাস্থ্যকর সমাজ ও দেশ গড়ে উঠতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে ফিট ইন্ডিয়া মুভমেন্ট চালু করেছিলেন। সাইকেল চালানোর মধ্যে দিয়ে তার উপযোগিতা ফুটে ওঠে। 

সিআরপিএফের মহানির্দেশক অনীশ দয়াল সিং বলেন, তাঁর বাহিনী সবসময়ই সুস্বাস্থ্যের দিকে নজর দেয়। সক্ষম বাহিনী রাষ্ট্রের উদ্দেশ্যসাধনেও সহায়ক বলে তিনি জানান। 

সাইকেল চালানোতে ব্যক্তির স্বাস্থ্য ও পরিবেশের কল্যাণও সাধিত হয় বলেও তিনি জানান। 

প্রাক্তন ডব্লুডব্লুই তারকা, কুস্তিগির শ্যাঙ্কি সিং বলেন, বিশ্বের যে কোনও জায়গাতে গিয়েই তিনি সাইকেল চালানোর উপযোগিতা প্রচার করবেন, এছাড়াও সমাজ মাধ্যমেও তা তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন। 


সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং মাই ভারত- এর সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে সাইকেলে ফিট ইন্ডিয়া সানডে-র আয়োজন করে কেন্দ্রীয় যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রক। দেশজুড়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আঞ্চলিক কেন্দ্র, ন্যাশনাল সেন্টারস অফ এক্সেলেন্স এবং খেলো ইন্ডিয়ার কেন্দ্রগুলিতেও এর আয়োজন করা হয়।  

 

PG/ AB/SG


(Release ID: 2087511) Visitor Counter : 39