কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে পেনশন প্রাপকদের জীবনযাত্রা সহজ করে তোলা হচ্ছে – তৃতীয় পর্যায়ের ডিজিটাল লাইফ সার্টিফিকেট কর্মসূচি মাইলফলক স্পর্শ করল

Posted On: 01 DEC 2024 4:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ডিসেম্বর, ২০২৪ 

 

পেনশন ও পেনশন প্রাপক কল্যাণ দপ্তর তৃতীয় পর্যায়ের ডিজিটাল লাইফ সার্টিফিকেট কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করেছে। এর লক্ষ্য ছিল – ডিজিটাল পন্থায় লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজ সহজ করে তোলা। এজন্য পেনশন ও পেনশন প্রাপক কল্যাণ দপ্তর, আধিকারিকগণ, পেনশন কল্যাণ সংগঠন, পেনশন প্রদানের ব্যাঙ্ক, রেল মন্ত্রক, ডাক দপ্তর, টেলিকম দপ্তর, ইপিএফও, ইউআইডিএআই, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, ডিডি নিউজ, আকাশবাণী, পিআইবি, পিটিআই, সংসদ টিভি সহ সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছে। এই কর্মসূচি পয়লা নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়েছে। 
ডিজিটাল লাইফ সার্টিফিকেট কর্মসূচির তৃতীয় পর্যায়টি ছিল পেনশন প্রাপকদের কল্যাণের লক্ষ্যে অন্যতম বৃহত্তম কর্মসূচি। এর আওতায় ১.৩ কোটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় ৩৯ লক্ষ, অর্থাৎ ৩০ শতাংশেরও বেশি সার্টিফিকেট তৈরি হয়েছে মুখাবয়ব যাচাই প্রযুক্তি ব্যবহার করে। বলাবাহুল্য যে, এর ফলে প্রবীণ পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজ অনেক সহজ হয়েছে। ধীরে ধীরে দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল লাইফ সার্টিফিকেট পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ডিডি নিউজ, আকাশবাণী, পিআইবি সহ একাধিক গণমাধ্যম এ সম্পর্কে সচেতনতা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। 
ডিজিটাল লাইফ সার্টিফিকেট কর্মসূচির প্রথম পর্বে মোট ৩৭টি শহরে এই পরিষেবা চালু হয়েছিল। দ্বিতীয় পর্বে তা চালু করা হয় ১০০টি শহরে। আগামী বছরে ১.৬ কোটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরির লক্ষ্য রয়েছে সরকারের। 
এ বছর পশ্চিমবঙ্গে ১০ লক্ষ ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা পড়েছে। ২০ লক্ষ ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা পড়েছে মহারাষ্ট্রে। 

 

PG/AC/SB


(Release ID: 2079701) Visitor Counter : 8