তথ্যওসম্প্রচারমন্ত্রক
প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত ডঃ রাজেন্দ্র প্রসাদ স্মারক বক্তৃতা ২০২৪-এ বক্তব্য রাখেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ
Posted On:
29 NOV 2024 7:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ নভেম্বর ২০২৪
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ আকাশবাণীর ডঃ রাজেন্দ্র প্রসাদ স্মারক বক্তৃতা ২০২৪ প্রদান করেন আকাশবাণীর রংভবন প্রেক্ষাগৃহে। এবারের বক্তৃতার বিষয়বস্তু ছিল 'বৈশ্বিক বিষয়ে ভারতের বিশিষ্ট ভূমিকা'।
বিশ্বে ভারত তার অবস্থানকে সুদৃঢ় করে তোলার লক্ষ্যে গত ১০ বছরে যেভাবে দ্রুততার সঙ্গে কাজ করেছে সেসম্পর্কে তিনি তাঁর বক্তব্য রাখেন এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানে। উদ্ভূত বিশ্ব শৃঙ্খলার ক্ষেত্রে ভারতের সার্বিক বিষয়গুলির ওপর ডঃ হরিবংশ এদিন আলোকপাত করেন।
আগামী ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ে তোলার লক্ষ্যে দেশের অগ্রগতির একটি সার্বিক চিত্র তিনি এদিন তুলে ধরেন তাঁর বক্তৃতায়। শ্রী হরিবংশ বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত মধ্যস্থতার ভূমিকা পালন করুক এই আশায় রয়েছে বিশ্বের অনেকগুলি দেশই। কারণ, এবিষয়ে ভারতের মতামতকে তারা শুধুমাত্র গুরুত্বই দেয় না, একই সঙ্গে তা ঐ দেশগুলির সংশ্লিষ্ট নথি ও দলিলগুলিতে অন্তর্ভুক্ত করা হয়।
শ্রী হরিবংশ বলেন, এক সময় ভারতকে ম্যাজিকের দেশ বলে সবাই মনে করতো। আবার উপনিবেশিক শাসকরা ভারতকে বর্ণনা করতো সাপুরের একটি দেশ হিসেবে। কিন্তু সেই অতীত এখন শুধুই অতীত রয়ে গেছে। বর্তমান ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি রূপে নিজেকে প্রমাণ করতে চলেছে। একই সঙ্গে আবার তা দ্রুতগতিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ রূপ প্রতিষ্ঠিত হতে চলেছে।
ভারতের ভাবমূর্তিকে বিশ্ব মঞ্চে এই ভাবে তুলে ধরার পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা। ভারতের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি বিশ্বের দরবারে আজ স্বীকৃত। ইউপিআই পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে ভারতের সাফল্য বিশ্ববাসীকে বিস্ময়াবিষ্ট করেছে। এর থেকে এটাই প্রমাণিত যে প্রযুক্তি ক্ষেত্রে ভারত আজ কতটা এগিয়ে গেছে। ভারতের যোগ চর্চা ও যোগ সাধনা আজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। গ্লোবাল সাউথের সপক্ষে জোরালো বক্তব্যও আজ তুলে ধরতে পেরেছে বর্তমান ভারত।
ডঃ রাজেন্দ্র প্রসাদের উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শ্রী হরিবংশ জি আজ তাঁর বক্তৃতা শুরু করেন। ডঃ রাজেন্দ্র প্রসাদের জীবন ও কাজকর্মের বিভিন্ন দিকও তিনি স্পর্শ করে যান তাঁর এদিনের বক্তব্যে। ১৯৬৯ সাল থেকে আকাশবাণী যে ভাবে এই ধরনের সিরিজের আয়োজন করে আসছে সেই জন্য আকাশবাণী কর্তৃপক্ষের ভূমিকারও বিশেষ প্রশংসা করেন তিনি।
এর আগে প্রসার ভারতীর সিইও শ্রী গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর ডিরেক্টর জেনারেল ডঃ প্রজ্ঞা পালিওয়াল গৌরও ডঃ রাজেন্দ্র প্রসাদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
শ্রী গৌরব দ্বিবেদী তাঁর ভাষণে স্বাধীনতা উত্তরকালের ভারতবর্ষে ডঃ রাজেন্দ্র প্রসাদের বিশিষ্ট অবদানগুলির ওপর আলোকপাত করেন।
আকাশবাণীর ডিরেক্টর জেনারেল ডঃ প্রজ্ঞা পালিওয়াল গৌর-এর ধন্যবাদজ্ঞাপনের পর এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
PG/SKD/AS
(Release ID: 2079652)
Visitor Counter : 64