কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

এক দেশ এক সদস্যতা প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

২০২২-এর ১৫ অগাষ্ট লালকেল্লার প্রাকার থেকে গবেষণামূলক কাজের গুরুত্ব তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী, ডাক দিয়েছিলেন “জয় অনুসন্ধান”-এর, তৈরি হয়েছে অনুসন্ধান জাতীয় গবেষণা প্রতিষ্ঠান
বিকশিতভারত@৪৭-এর লক্ষ্যে সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানপিপাসুদের আন্তর্জাতিকমানের গবেষণা নিবন্ধ এবং পত্রিকা পড়ার এক জানালা ব্যবস্থা তৈরি করতে উদ্যোগী সরকার
এক দেশ এক সদস্যতা প্রকল্পে সংযুক্ত হবে আন্তর্জাতিক মানের ১৩,০০০ ই-জার্নাল
সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ৬,৩০০-র বেশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্কের মাধ্যমে
২০২৫, ২০২৬ এবং ২০২৭ সালের জন্য এ বাবদ বরাদ্দ হয়েছে ৬,০০০ কোটি টাকা

Posted On: 25 NOV 2024 8:42PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৫ নভেম্বর ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক সদস্যতা প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে সরকারি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল মাধ্যমে দেশ-বিদেশের আন্তর্জাতিক মানের গবেষণা নিবন্ধ এবং পত্রিকা এনে দেওয়া হবে জ্ঞানপিপাসুদের হাতের নাগালে।
এ বাবদ, ২০২৫, ২০২৬ এবং ২০২৭ সালের জন্য ৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটি গবেষণার কাজে গতি আনতে অনুসন্ধান জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের পরিপূরক হিসেবে কাজ করবে।
কেন্দ্রীয় ও প্রাদেশিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে। তত্বাবধানে থাকছে কেন্দ্রীয় সংস্থা ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক। ৬,৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের ১.৮ কোটি শিক্ষার্থী এবং গবেষক এর ফলে উপকৃত হবেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত বিকশিতভারত@২০৪৭-এর লক্ষ্য পূরণে বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে। বড় শহরগুলির পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় বর্গভুক্ত জনপদে থাকা প্রতিষ্ঠানগুলিও এর আওতায় আসবে। প্রকল্পটির কাজের অগ্রগতি নিয়মিতভিত্তিতে পর্যালোচনা করবে অনুসন্ধান জাতীয় গবেষণা প্রতিষ্ঠান-ANRF।
উচ্চশিক্ষা দফতরের হাতে থাকবে সমন্বিত “এক দেশ এক সদস্যতা” পোর্টাল। এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের নানান পত্রিকা শিক্ষার্থী ও গবেষকদের কাছে পৌঁছে দিতে পারবে। প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কী করণীয় সে সম্পর্কে শিক্ষা দফতর এবং প্রাসঙ্গিক নানা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও গবেষকদের অবহিত করে তুলবে।

 

PG/AC/CS


(Release ID: 2077436) Visitor Counter : 70