তথ্যওসম্প্রচারমন্ত্রক
iffi banner
0 2

ইফি ২০২৪ –এ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নথিভুক্তির ব্যবস্থা পুনরায় ২৪ ঘন্টার জন্য চালু করা হল

ইফিউড,  ১৪ নভেম্বর,২০২৪


সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিপুল সংখ্যক আবেদন এবং উৎসবে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিকরা যাতে অংশ নিতে পারেন সেকথা বিবেচনা করে ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নথিভুক্তিকরণের ব্যবস্থা আজ (১৪ নভেম্বর, ২০২৪) বিকেল ৫ টা থেকে ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ নভেম্বর, ২০২৪ বিকেল ০৪ : ৫৯ : ৫৯ পর্যন্ত পুনরায় চালু করা হল। যে সমস্ত সাংবাদিক এখনও নথিভুক্তিকরণ করেননি তাদের জন্য এটাই শেষ সুযোগ। যারা নথিভুক্তি করেননি সেই সব সাংবাদিকদের অবিলম্বে নথিভুক্ত হতে বলা হচ্ছে। 

সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে নথিভুক্তি করতে হলে ২০২৪-এর পয়লা জানুয়ারি ২১ বছর বয়স হতে হবে এবং প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল অথবা অনলাইন সংবাদ সংস্থার সাংবাদিক, চিত্রগ্রাহক, ক্যামেরাপার্সন অথবা ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার হতে হবে। ফ্রিলান্স সাংবাদিকরা ২১ বছরের বেশি বয়সী হলে তারাও নথিভুক্ত হতে পারেন।  https://my.iffigoa.org/media-login -তে এবিষয়ে বিশদে জানা যাবে এবং অনলাইনে নথিভুক্ত হওয়া যাবে। 

মনে রাখবেন আপনার আবেদনটি খুঁটিয়ে দেখার পর অনুমোদিত হলে আপনার ইমেল আইডি-তে জানানো হবে। প্রেস ইনফরমেশন ব্যুরো স্বীকৃত সাংবাদিকরাই প্রতিনিধি পাশ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। প্রত্যেকটি সংবাদসংস্থাকে কটি অ্যাক্রেডিটেশন দেওয়া হবে তা ঠিক করবে পিআইবি। 

১৮ ই নভেম্বর ২০২৪ থেকে আইএফএফআই অনুষ্ঠান স্থল থেকে মিডিয়া ডেলিগেট পাশ সংগ্রহ করা যাবে।  

 

PG/AP /SG

iffi reel

(Release ID: 2073512) Visitor Counter : 20