কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামী ৮ নভেম্বর সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
Posted On:
07 NOV 2024 2:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ নভেম্বর ২০২৪
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামী ৮ নভেম্বর সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (সিভিসি) আয়োজিত সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
প্রতি বছর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস যে সপ্তাহে পড়ে, সেই সপ্তাহটি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সতর্কতা সচেতনতা সপ্তাহ হিসেবে উদযাপন করে থাকে। এই বছর ২৮ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত সপ্তাহটি সতর্কতা সচেতনতা সপ্তাহ হিসেবে পালন করা হয়। এবারের মূল ভাবনা ছিল : ‘সত্যনিষ্ঠা কি সংস্কৃতি সে রাষ্ট্র কি সমৃদ্ধি’, অর্থাৎ সত্যনিষ্ঠার সংস্কৃতিতে দেশের সমৃদ্ধি।
এবার সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপনের পাশাপাশি কমিশন, প্রতিরোধমূলক সতর্কতা নিয়ে তিন মাসের একটি প্রচারাভিযানের আয়োজন করেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক / দপ্তর / সংস্থায় ১৬ অগাস্ট থেকে এটি শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এই প্রচারাভিযানে যে ৫টি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে তা হল – সক্ষমতা বৃদ্ধি, পদ্ধতিগত উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করা এবং তার বাস্তবায়ন, বিজ্ঞপ্তি / নির্দেশিকা / কর্মবিধির নগদহাল, ৩০.০৬.২০২৪-এর আগে পাওয়া অভিযোগগুলির নিষ্পত্তি এবং গতিশীল ডিজিটাল উপস্থিতি।
অনুষ্ঠানে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের তৈরি তিনটি পুস্তিকা এবং সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে ডাক বিভাগের একটি বিশেষ কভারের আনুষ্ঠানিক প্রকাশ হওয়ার কথা রয়েছে। প্রতিরোধমূলক সতর্কতা, সাইবার জালিয়াতি প্রতিরোধে ও স্বচ্ছতা রক্ষায় ডিজিটাল ও প্রযুক্তিগত উদ্যোগ এবং সরকারি ক্রয়ের সামনে থাকা চ্যালেঞ্জ ও এগিয়ে যাওয়ার পথ নিয়ে এই তিনটি পুস্তিকা লেখা হয়েছে। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার এই তিনটি পুস্তিকা এবং ডাক বিভাগের বিশেষ কভার রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন।
PG/SD/AS
(Release ID: 2071918)
Visitor Counter : 12