কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশব্যাপী ডিজিটাল জীবন শংসাপত্র তৃতীয় পর্যায়ের প্রচারাভিযানের জন্য পিআইবি-র বিবৃতি

Posted On: 07 NOV 2024 2:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ নভেম্বর, ২০২৪ 

 

পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পেনশনভোগীদের জীবন শংসাপত্র জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ করতে চলতি বছরের নভেম্বর মাসে দেশব্যাপী ডিজিটাল জীবন শংসাপত্র প্রচারাভিযানের তৃতীয় পর্যায়ের আয়োজন করেছে। এই পদ্ধতিতে পেনশনভোগীরা অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের আধার লিঙ্ক-যুক্ত পরিচয়ের মাধ্যমে শংসাপত্র জমা দিতে সক্ষম হবেন। 
এর আগে জীবন শংসাপত্র জমা দেওয়ার জন্য পেনশনভোগীদের পেনশন বিতরণ অফিসে যেতে হ’ত, যা বয়স্কদের জন্য বিশেষ অসুবিধার ছিল। মুখাবয়ব শনাক্তকরণের মাধ্যমে জীবন শংসাপত্র প্রদান এই প্রক্রিয়াকে সহজ করেছে। ২০২২ সালে ডিওপিটিডব্লিউ সমগ্র দেশের ৩৭টি স্থানে এই ধরনের শিবিরের আয়োজন করেছিল। এ থেকে উপকৃত হন ১ কোটি ৪১ লক্ষ পেনশনভোগী। ২০২৩ সালে তা বাড়িয়ে ১০০টি স্থানে করা হয়। 
চলতি বছরের পয়লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের ৮০০টি স্থানে এই ব্যবস্থা চালু থাকছে। প্রবীন নাগরিক, দিব্যাঙ্গজন সহ অন্যান্য পেনশনভোগীদের সুবিধার্থে এই ডিজিটাল জীবন শংসাপত্র বিশেষ উপকারী। সামাজিক মাধ্যমেও এই অভিযানের প্রচার চালানো হচ্ছে। 
তৃতীয় দফার এই অভিযানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড় শিবিরের আয়োজন করছে। 


PG/PM/SB


(Release ID: 2071559) Visitor Counter : 33