অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষি সংক্রান্ত ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঋণ প্রদান বিষয়ক কর্মকাণ্ড খতিয়ে দেখলেন আর্থিক পরিষেবা দপ্তরের সচিব শ্রী এম নাগারাজু

प्रविष्टि तिथि: 06 NOV 2024 10:37AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ নভেম্বর, ২০২৪ 

 

পশুপালন, দুগ্ধ উৎপাদন এবং মৎস্যচাষের মতো কৃষি সংক্রান্ত নানা ক্ষেত্রে ঋণ প্রদান বিষয়ক কর্মকাণ্ড খতিয়ে দেখতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, নাবার্ড, রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যাঙ্কার্স কমিটির সঙ্গে বৈঠক আর্থিক পরিষেবা দপ্তরের সচিব শ্রী এম নাগারাজু। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকরা। 
আর্থিক পরিষেবা দপ্তরের সচিব বর্তমান অর্থবর্ষে ঋণ প্রদান সংক্রান্ত লক্ষ্যমাত্রা পূরণে উদ্যোগী হওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বলেছেন। এক্ষেত্রে রাজ্য সরকারগুলির সহায়তা কাম্য বলেও জানিয়েছেন তিনি। 
কৃষির সামগ্রিক বিকাশে এই ক্ষেত্রগুলির গুরুত্ব তুলে ধরেন তিনি। ঋণ প্রদানের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করার পক্ষে সওয়াল করেন শ্রী এম নাগারাজু। আঞ্চলিক স্তরে মূল্যায়নের মাধ্যমে ঋণ প্রদানের পক্ষে তিনি সওয়াল করেন। এই কাজে নাবার্ড’কে প্রাদেশিক স্তরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এগোনোর পরামর্শ দিয়েছেন তিনি। 

 

PG/AC/SB


(रिलीज़ आईडी: 2071237) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil