প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বোৎসোয়ানা-র রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য শ্রী দুমা বোকো-কে অভিনন্দন জানিয়েছেন

Posted On: 03 NOV 2024 12:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ নভেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বোৎসোয়ানা-র রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য শ্রী দুমা বোকো-কে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স-এ এক বার্তায় নব-নির্বাচিত রাষ্ট্রপতির শাসনকাল সফল হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং বোৎসোয়ানা-র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে ভারতের দায়বদ্ধতার ওপর জোর দিয়েছেন।

পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :

“বোৎসোয়ানা-র রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য @duma_boko-কে অভিনন্দন। সফল কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আপনার সঙ্গে একত্রে কাজ করার অপেক্ষায় আছি।”

 

PG/AP/NS


(Release ID: 2070539) Visitor Counter : 25