সারওরসায়নমন্ত্রক
সীমা শুল্কে ছাড় ও জিএসটি কমানোর কারণে ক্যান্সার প্রতিরোধী তিনটি ওষুধে সর্বোচ্চ খুচরো মূল্যের হ্রাস
Posted On:
29 OCT 2024 2:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৪
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ট্রাস্টুজুমাব, ওসিমারটিনিব এবং ডুর্ভালুমাব – এর মূল্য ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে হ্রাস করতে হবে। সরকার জনসাধারণের কাছে ব্যয় সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে ক্যান্সার প্রতিরোধী এই তিনটি ওষুধকে সীমা শুল্কের বাইরে রাখার ঘোষণা করা হয়। ২৩ জুলাই অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগ এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। পরবর্তীতে, এই তিনটি ওষুধের পণ্য পরিষেবা কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার ঘোষণা করা হয়। সঙ্গত কারণেই এই ওষুধগুলির দাম হ্রাস পাবে। ক্রেতারা যাতে দাম কমার সুফল পান, তা নিশ্চিত করতে এনপিপিএ ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে রাজ্যের ড্রাগ কন্ট্রোলার এবং সরকারের কাছে তাদের উৎপাদিত ওষুধের মূল্য তালিকা নির্দিষ্ট সময় অন্তর জানাতে হয়।
PG/CB/SB
(Release ID: 2069471)
Visitor Counter : 4