আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

আগাছা থেকে সম্পদ : কচুরিপানা একটি পরিবেশ-বান্ধব জীবিকার উৎস

Posted On: 24 OCT 2024 5:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২৪

 

আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন – নগর-এর আওতায় ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচি সারা দেশে সাড়া ফেলেছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি স্বাস্থ্য ও শৌচালয় ব্যবস্থাপনার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে। উৎসবের মরশুম শুরু হওয়ার আগে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিচ্ছন্নতার অভিযান এবং বৃত্তীয় অর্থনীতির প্রশ্নে এই রাজ্যগুলি উদ্ভাবনমূলক নানা পদক্ষেপ নিয়েছে। বিদেশ থেকে আসা জলজ উদ্ভিদ কচুরিপানা ভারত জুড়ে খুবই পরিচিত। এতে সুন্দর বেগুনি ফুল ফোটে। দেখতে সুন্দর লাগলেও কচুরিপানা কিন্তু বেশ সমস্যা তৈরি করে। নদী, পুকুর কচুরিপানায় ভরে গেলে মৎস্য উৎপাদন, পরিবহণ কিংবা অন্যান্য অনেক কাজে বাধা আসে। 

মধ্য আসামের মরিগাঁও জেলায় বরচিলা গ্রামে মহিলাদের একটি ছোট গোষ্ঠী কচুরিপানা থেকে হস্ত নির্মিত নানা শিল্পসামগ্রী তৈরির নানা উদ্যোগ নিয়েছে। বর্জ্য থেকে তৈরি হচ্ছে সম্পদ। এর ফলে তাঁদের উপার্জনের পথও সুগম হয়েছে। গোষ্ঠীর সদস্যরা প্রতি মাসে অন্তত ১০ হাজার টাকা আয় করতে পারছেন। আসামের গ্রামীণ জীবিকা মিশন কর্মসূচির আওতায় এই উদ্যোগ। গ্রামের দরিদ্র এই মহিলাদের কাছে কাঁচামাল একটি সমস্যা হয়ে ছিল, তা দূর হয়েছে সোনাই নদীতে জন্মানো কচুরিপানার সুবাদে। আসামের বন্যাপ্রবণ বিভিন্ন জেলায় জলজ এই উদ্ভিদ একটি অর্থনৈতিক সম্পদ হয়ে উঠেছে। ওই রাজ্যের একমাত্র রামসার ক্ষেত্র দীপর বিলে কচুরিপানার আস্তরণ পরিবেশগত একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। গুয়াহাটির দুই যুবক রূপঙ্কর ভট্টাচার্য এবং অনিকেত ধর তার থেকে কাগজ তৈরির উদ্যোগ নিয়েছেন। এই কুম্ভি কাগজ পচনশীল এবং রাসায়নিকমুক্ত। এই উদ্যোগের সুবাদে তাঁরা বিজয়ী হয়েছেন ‘জিরো ওয়েস্ট সিটিজ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায়। তাঁদের এই উদ্ভাবনী উদ্যোগে কাজ পেয়েছেন প্রায় ৪০ জন মহিলা। 

বরচিলা গ্রামের মহিলারা এবং রূপঙ্কর ও অনিকেতের মতো উদ্ভাবনী শক্তিতে ভরপুর যুবক সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি, পরিবেশ রক্ষার কাজেও অবদান রেখে চলেছেন।

 

PG/AC/DM




(Release ID: 2068316) Visitor Counter : 6