নির্বাচনকমিশন
ইসিআই সুবিধা ২.০ মোবাইল অ্যাপে প্রার্থী ও দলগুলির প্রচারের অনুমতির আবেদনে আরও সুবিধা
Posted On:
24 OCT 2024 6:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ অক্টোবর ২০২৪
প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি এখন প্রচারের অনুমতির আবেদনের ক্ষেত্রে নতুন এবং উন্নত সুবিধা ২.০ মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। আগে অফলাইনে কিংবা ওয়েব পোর্টালের মাধ্যমে এই অনুমতি নিতে হত। এখন সুবিধা অ্যাপে আবেদন এবং নির্বাচন কমিশনের সব ধরনের তথ্য পাওয়া যাবে।
নতুন এই অ্যাপের সূচনা করে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার বলেন, নির্বাচনে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির সুবিধার কথা ভেবে নির্বাচন কমিশন উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছে। এই লক্ষ্যে সুবিধা ২.০ মোবাইল অ্যাপ চালু করা হল। প্রার্থীরা এখন সহজেই তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে প্রচারের অনুমতির জন্য আবেদন জানাতে পারবেন এবং তার অনুমোদনের ক্ষেত্রেও সর্বশেষ অবস্থা জানতে পারবেন। সুবিধা ২.০ মোবাইল অ্যাপে প্রচারের অনুমতি সংক্রান্ত প্রয়োজনীয় আবেদনের ফর্ম এবং অন্যান্য তথ্য সম্পর্কেও জানতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে মনোনয়ন, নির্বাচনী সূচি এবং নিয়মিত অন্যান্য সর্বশেষ তথ্য জানা যাবে, যা আগে শুধুমাত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যেত।
গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে সুবিধা ২.০ মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে সুবিধা ২.০ মোবাইল অ্যাপের লিঙ্ক: -https://play.google.com/store/apps/details?id=suvidha.eci.gov.in.candidateapp&pli=1
আইওএস সুবিধা ২.০ মোবাইল অ্যাপের লিঙ্ক - https://apps.apple.com/app/suvidha-candidate/id6449588487
PG/MP/AS
(Release ID: 2067971)
Visitor Counter : 37