যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

টেলি-যোগাযোগ ক্ষেত্রে লিঙ্গ-সাম্য এবং মহিলাদের নেতৃত্বের বিষয়ে আইটিইউডাব্লুটিএসএ ২০২৪-এ গুরুত্বপূর্ণ আলোচনা

Posted On: 18 OCT 2024 11:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮  অক্টোবর, ২০২৪

 

আইটিইউ-ডাব্লুটিএসএ ২০২৪-এ টেলি-যোগাযোগ ক্ষেত্রে লিঙ্গ-সাম্য এবং মহিলাদের নেতৃত্বের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হল। নতুন দিল্লিতে ভারত সরকারের টেলি-যোগাযোগ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সমারোহে গতকাল ‘দ্য নেটওয়ার্ক অফ উইমেন ইন স্ট্যান্ডার্ডস’ শীর্ষক অধিবেশনে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তি এবং গণিত সংক্রান্ত ক্ষেত্রগুলিতে উৎকর্ষ মানের প্রশ্নে মহিলাদের নেতৃস্থানীয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহিলাদের ক্ষমতায়ন এবং তাঁদের নেতৃত্বে বিকাশের যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে বিষয়টি বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ। ভারতে স্টার্টআপ উদ্যোগে মহিলাদের উপস্থিতি এখন নজরকাড়া। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষাদানের প্রশ্নে মহিলাদের অংশগ্রহণ ৪০ শতাংশের বেশি। নমো ড্রোন দিদি, ব্যাঙ্ক সখী কিংবা মহিলা ই-হাট কর্মসূচির সুবাদে প্রযুক্তিগত বিষয়ে মেয়েদের নেতৃস্থানীয় ভূমিকা ক্রমশ আরও জোরদার হচ্ছে। 

দ্য নেটওয়ার্ক অফ উইম্যান অধিবেশনটি ২০২২-এ জেনিভায় ডাব্লুটিএসএ-এর গৃহীত ৫৫ নম্বর প্রস্তাবের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আলোচনায় আইটিইউ-র মহাসচিব ডোরিন বোগডান-মার্টিন বলেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে মহিলাদের নিজের পরিসর নিজেকেই গড়ে নিতে হবে। 

বস্তুত, কৃত্রিম প্রযুক্তি এবং আরও নানা অত্যাধুনিক প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে মহিলাদের আরও বেশি অংশগ্রহণ এই সময়ের দাবি। 

আলোচনায় ভারত ছাড়াও রাশিয়া, জাপান, আফ্রিকা, মেক্সিকো সহ বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা যোগ দেন। 
    


PG/AC/NS


(Release ID: 2066685) Visitor Counter : 30