প্রধানমন্ত্রীরদপ্তর
উত্তরপ্রদেশের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনকে শোক ও সমবেদনা প্রধানমন্ত্রীর
ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তাদানের কথাও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
Posted On:
04 OCT 2024 10:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ অক্টোবর, ২০২৪
উত্তরপ্রদেশের মির্জাপুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংবাদে শোকাহত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তিনি এজন্য শোক ও সমবেদনাও জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল রকম উপায়েই সহায়তা পৌঁছে দিতে সচেষ্ট।
এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“উত্তরপ্রদেশের মির্জাপুরে সড়ক দুর্ঘটনার খবর খুবই যন্ত্রণাদায়ক। দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে জানাই আমার গভীর সমবেদনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি যেন এই শোক বহন করার ক্ষমতা তাঁদের প্রদান করেন। একইসঙ্গে দুর্ঘটনায় আহত সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনাও জানাই। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা পৌঁছে দেওয়ার কাজে সচেষ্ট রয়েছে।”
"उत्तर प्रदेश के मिर्जापुर में हुआ सड़क हादसा अत्यंत पीड़ादायक है। इसमें जान गंवाने वालों के शोकाकुल परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहने की शक्ति प्रदान करे। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद में जुटा है।"
মির্জাপুরের এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হবে।
এ সম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রচারিত এক বার্তায় বলা হয়েছে :
“প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় প্রত্যেক নিহত ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”
PG/SKD/DM
(Release ID: 2066319)
Visitor Counter : 30
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam