প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাটের মেহসেনায় দেওয়াল ধসে পড়ায় প্রাণহানির সংবাদে বিচলিত প্রধানমন্ত্রী

Posted On: 12 OCT 2024 5:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৪

 

গুজরাটের মেহসেনা জেলায় দেওয়াল ধসে পড়ায় প্রাণহানির সংবাদে বিচলিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এজন্য তিনি গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন। 

এছাড়াও, নিহতদের পরিবার-পরিজনকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই সহায়তা দেওয়া হবে।

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন : 

“গুজরাটের মেহসেনায় দেওয়াল ধসে যে দুর্ঘটনা ঘটেছে, সেজন্য আমি খুবই ব্যথিত। এই দুর্ঘটনায় যাঁরা নিকটজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁদের এই দুঃখ বহন করার মতো ক্ষমতা প্রদান করেন। একইসঙ্গে দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনাও জানাই। রাজ্য সরকার তথা স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের যথাসাধ্য সহায়তা দিয়ে যাবে। : প্রধানমন্ত্রী @narendramodi”

“প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে গুজরাটের মেহসেনার দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।”

"गुजरात के मेहसाणा में दीवार गिरने से हुई दुर्घटना अत्यंत दुखद है। इसमें जिन्होंने अपनों को खोया है, उनके प्रति मेरी गहरी शोक-संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहन करने का संबल प्रदान करे। इसके साथ ही मैं घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव सहायता में जुटा है: PM @narendramodi"

 

PG/SKD/DM


(Release ID: 2064532) Visitor Counter : 34