কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের লোথালে জাতীয় সমুদ্রবর্তী ঐতিহ্য পরিসর (এনএমএইচসি) গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে

Posted On: 09 OCT 2024 3:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ অক্টোবর, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের লোথালে জাতীয় সমুদ্রবর্তী ঐতিহ্য পরিসর (এনএমএইচসি) গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রকল্পটি রূপায়িত হবে দুটি পর্যায়ে। 

মহাপরিকল্পনা অনুযায়ী, স্বেচ্ছায় প্রদত্ত অর্থ থেকে তহবিল গড়ে প্রকল্পটির পর্ব ১খ এবং পর্ব ২ –এর কাজ সম্পন্ন করায় নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। 

পর্ব ১খ এর আওতায় লাইট হাউস সংগ্রহালয় তৈরির টাকা দেবে লাইট হাউসেস এবং লাইটশিপস মহানির্দেশনালয়। 

প্রকল্পটির সার্বিক রূপায়নের লক্ষ্যে সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ – এর আওতায় একটি পৃথক গোষ্ঠী গঠন করা হবে। তার পরিচালন পরিষদের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী। পর্ব ১ক এর ৬০ শতাংশ কাজ সম্পন্ন। ২০২৫ নাগাদ তা পুরোপুরি চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।  

এই প্রকল্পের সুবাদে ১৫ হাজার প্রত্যক্ষ এবং ৭ হাজার পরোক্ষ কর্মসংস্থান হবে বলে আশা। পাশাপাশি উপকৃত হবেন স্থানীয় মানুষ, পর্যটক এবং গবেষকরা। 

ভারতের ৪,৫০০ বছরের প্রাচীন সমুদ্রবর্তী ঐতিহ্যকে মানুষের সামনে আরও তুলে ধরতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

এই কর্মসূচির আওতায় গড়ে তোলা হবে একাধিক সংগ্রহশালা। পর্যটকদের জন্য থাকবে আধুনিক ব্যবস্থাপনা।  


PG/ AC/SG



(Release ID: 2063570) Visitor Counter : 17