আয়ুষ
azadi ka amrit mahotsav

সরকারের মেয়াদের প্রথম ১০০ দিনেই গুরুত্বপূর্ণ নানা মাইলফলক স্পর্শ করেছে কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠান

Posted On: 08 OCT 2024 3:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ অক্টোবর, ২০২৪

 

আয়ুষ মন্ত্রকের আওতাধীন কেন্দ্রীয় আয়ুর্বেদ বিজ্ঞান গবেষণা পরিষদের শাখা কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠান (সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইন্সটিটিউট-সিএআরআই) সরকারের মেয়াদের প্রথম ১০০ দিনেই গুরুত্বপূর্ণ নানা মাইলফলক স্পর্শ করেছে। 


প্রবীণদের কল্যাণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত সিএআরআই-এর প্রবীণ পরিচর্যা কর্মসূচির আওতায় ২,২৭২ জন প্রবীণের চিকিৎসা হয়েছে নির্দিষ্ট বহির্বিভাগ কেন্দ্রগুলিতে। প্রাথমিকভাবে ২,০০০ প্রবীণের চিকিৎসার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল। কর্মসূচিটির আওতায় আয়ুর্বেদ প্রণালীতে প্রবীণদের চিকিৎসা ও এসংক্রান্ত নানা পরামর্শ দেওয়া হয়ে থাকে। 


তফশিলি উপজাতি উপ-পরিকল্পনার আওতায় ৮০টি সফর সম্পন্ন হয়েছে। আয়োজন করা হয়েছে ৮টি শিবিরের – যেখানে চিকিৎসার সুযোগ পেয়েছেন ১,৫০০ জন। এই ১০০ দিনের মধ্যেই সমীক্ষা চালানো হয়েছে ৪৮০ জনকে নিয়ে। সেখানে ফুটে ওঠেছে এঁদের বসবাস, খাদ্যাভ্যাস এবং অন্য নানা বৈশিষ্ট্যের কথা। ১৯৮০টি পরীক্ষণের মাধ্যমে এদের জীবনশৈলীগত নানা সমস্যার দিক ওঠে আসে। তার সমাধান খুঁজতে উদ্যোগ নেওয়া হচ্ছে।  


সিএআরআই, নতুন দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ অ্যাণ্ড হসপিটালে ইন্টিগ্রেটেড মেডিসিন ডিপার্টমেন্ট গড়ে তোলায় জোরদার উদ্যোগ নিয়েছে – যেখানে আধুনিক সরঞ্জাম ও প্রণালীর মাধ্যমে সার্বিক স্বাস্থ্য পরিচর্যার ব্যবস্থা থাকবে। এই উদ্যোগ জাতীয় স্বাস্থ্য নীতি ২০১৭-এর নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইতিমধ্যেই কাজ কিছুদূর এগিয়েছে। 


জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে আয়ুষ শিল্প সংক্রান্ত উদ্যোগ ও বাণিজ্য বিষয়ক গবেষণা প্রকল্পের সূচনা করেছেন সিএআরআই। 


দিল্লি ক্যান্টনমেন্টের বেস হসপিটাল এবং হিন্ডনে বায়ুসেনার হাসপাতালে দুটি বহুকেন্দ্রীক সর্বেক্ষণ প্রকল্প সম্পন্ন করেছে সিএআরআই। এইমস, সফদরজং হাসপাতাল এবং জেএনইউ-এর সঙ্গে যৌথ ভিত্তিতে আরও ১৯টি প্রকল্পের কাজ চলছে। 


১৭ সেপ্টেম্বর, ২০২৪ রোগী নিরাপত্তা দিবস উপলক্ষ্যে সিএআরআই দুটি আলোচনা চক্রের আয়োজন করে। তাতে যোগ দেন শিক্ষার্থী ও গবেষকরা।


সিএআরআই হল এনএবিএইচ –এর স্বীকৃতিপ্রাপ্ত আয়ুর্বেদ বিজ্ঞান গবেষনা পরিষদের আওতাধীন প্রথম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্যাথোলজি এবং জৈব রসায়ন পরীক্ষাগারগুলি এনএবিএল-এর স্বীকৃতি পেয়েছে। আয়ুষ আধিকারিকদের প্রশিক্ষণও দিচ্ছে সিএআরআই। 


স্বচ্ছতা পাখওয়ারা কিংবা পুষ্টি মাস কর্মসূচিতে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সিএআরআই-এর কর্মীরা। জাতীয় স্তরে জনসচেতনতা মূলক বিভিন্ন উদ্যোগও নেয় এই প্রতিষ্ঠান। 


২০২৪-এর ২৯ অক্টোবর নবম আয়ুর্বেদ দিবস উদযাপিত হয়। এই উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে সিএআরআই। 


PG/ AC /AG


(Release ID: 2063469) Visitor Counter : 49