যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
সাইবার-প্রতারণা মোকাবিলায় তৎপর টেলিযোগাযোগ দফতর: ভুয়ো কল রুখতে কেন্দ্রীয় ব্যবস্থা শীঘ্রই
Posted On:
04 OCT 2024 4:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ অক্টোবর, ২০২৪
অত্যাধুনিক প্রযুক্তির ওপর ভর করে সাইবার-প্রতারণার বিরুদ্ধে তৎপরতা বাড়াল কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতর। ভুয়ো কল রুখতে শীঘ্রই চালু করা হচ্ছে কেন্দ্রীয় ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক ভুয়ো কল চিহ্নিত করার পাশাপাশি ভারতীয় টেলিকম গ্রাহকদের কাছে সেগুলি পৌঁছনোর আগেই তা ব্লক করা সম্ভব হবে। এক্ষেত্রে টেলিযোগাযোগ দফতরের সঙ্গে হাত মিলিয়েছে টেলিকম পরিষেবা প্রদানকারীরা (টিএসপি)।
দুটি পর্যায়ে এই ব্যবস্থাকে কাজে লাগানো হবে। প্রথম পর্বে, গ্রাহকদের কাছে পৌঁছনোর আগেই সেই কল আটকে দেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ে সেই কল কেন্দ্রীয়ভাবে ব্লক করা হবে।
বর্তমানে ৪টি টিএসপি সফলভাবে এই ব্যবস্থা কার্যকর করছে। টেলিযোগাযোগ দফতর জানিয়েছে, এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভারতীয় টেলিফোন নম্বরে প্রতিদিন ৪৫ লক্ষ ভুয়ো আন্তর্জাতিক কল ব্লক অর্থাৎ যোগাযোগ ছিন্ন করা হচ্ছে।
প্রতারকরা যদিও নিত্য নতুন ব্যবস্থার মাধ্যমে প্রতারণার ছক ফেঁদে চলেছে। তাই এ ধরনের ক্ষেত্রে গ্রাহকদের তৎপর হয়ে অভিযোগ জানাতে পরামর্শ দিয়েছে টেলিযোগাযোগ দফতর। এ ধরনের ভুয়ো ফোন কলের ক্ষেত্রে নাগরিকরা এখন থেকে বিস্তারিত তথ্য সহ সঞ্চার সাথী (https://sancharsaathi.gov.in/) পোর্টালের মাধ্যমে 'চক্ষু'তে অভিযোগ জানাতে পারেন।
সাইবার প্রতারণা থেকে নাগরিকদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে 'চক্ষু' ব্যবস্থা হল, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাল নথি দাখিল করে মোবাইল সংযোগ নেওয়ার ক্ষেত্রে অভিযুক্তকে চিহ্নিতকরণের কাজে এআই প্রযুক্তির সহায়তা নিচ্ছে টেলিযোগাযোগ দফতর। ইতিমধ্যে জাল নথির ভিত্তিতে নেওয়া ১.৭৭ কোটি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
[ আরও বিস্তারিত জানতে ডিওটি হ্যান্ডেল অনুসরণ করুন:
http://X - https://x.com/DoT_India
Insta - https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
YT- https://www.youtube.com/@departmentoftelecom
PG/MP
(Release ID: 2062271)
Visitor Counter : 36