প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্বভার নিলেন এয়ার চিফ মার্শাল এ পি সিং

Posted On: 30 SEP 2024 9:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ 

 

এয়ার চিফ মার্শাল এ পি সিং আজ বায়ুসেনার সদর কার্যালয় বায়ু ভবনে এক অনুষ্ঠানে চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 
১৯৮৪ সালের ২১ ডিসেম্বর ভারতীয় বিমানবাহিনীতে তিনি যোগ দেন। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী এবং তাঁর ৫ হাজার ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে। 


তিনি মিগ-২৭ স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার হিসেবে কাজ করেছেন এবং রাশিয়ার মস্কোয় মিগ-২৯ আপগ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের নেতৃত্ব দিয়েছেন। তাঁর চার দশকের কর্মজীবনে তিনি দক্ষিণ-পশ্চিম এয়ার কমান্ডের সদর কার্যালয়ে এয়ার ডিফেন্স কমান্ডার এবং পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসেবে কাজ করেছেন। 


তিনি পরম বিশিষ্ট সেবা পদক (পিভিএসএম) এবং অতিবিশিষ্ট সেবা পদক (এভিএসএম)-ও পেয়েছেন। তাঁর ভাষণে এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেন, ভারতীয় বিমানবাহিনীর নেতৃত্বের দায়িত্ব পেয়ে তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন। বায়ুসেনার সমস্ত যোদ্ধা এবং কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের প্রতি আস্থা ও বিশ্বাসের কথা ব্যক্ত করেন তিনি। বর্তমানে ভূ-রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে সর্বদা সজাগ দৃষ্টি রাখার বার্তা দেন বায়ুসেনা প্রধান। 

 

PG/MP/SB



(Release ID: 2060792) Visitor Counter : 17


Read this release in: English , Telugu , Urdu , Hindi , Tamil