আয়ুষ
বিভিন্ন উদ্ভাবনী কৌশলের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় আয়ুর্বেদের কার্যকারিতা
Posted On:
27 SEP 2024 6:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর ২০২৪
‘বিশ্ব স্বাস্থ্যে আয়ুর্বেদের উদ্ভাবন’ নবম আয়ুর্বেদ দিবসের থিম হিসেবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপাদিত্য যাদব। আয়ুষ ভবনে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্যে বিভিন্ন উদ্ভাবনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরতেই এ বছর এই থিমকে বেছে নেওয়া হয়েছে। এ বছরের ‘আয়ুর্বেদ দিবস’ ২৯ অক্টোবর। নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ-এ মূল অনুষ্ঠানটির আয়োজন করা হবে। ভারতের প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় আয়ুর্বেদ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে তা তুলে ধরতে এআইআইএ একমাসব্যাপী প্রচার কর্মসূচি শুরু করেছে। সর্বাত্মক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আয়ুর্বেদের অগ্রগতি তুলে ধরতে আয়ুর্বেদ দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একমাসব্যাপী আয়ুর্বেদ দিবস উদযাপন প্রচারাভিযান শেষ হবে ২৯ তারিখ। সমাজের নানা স্তরের মানুষকে এই প্রচারাভিযানের সাথে যুক্ত করা হচ্ছে। আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন যে এবারের থিমের মধ্য দিয়ে আয়ুষ মন্ত্রকের নানা উদ্যোগ ফুটে উঠবে। এআইআই-এর অধিকর্তা ডঃ তনুজা নেসারি বলেন, বিশ্ব স্বাস্থ্যে আয়ুর্বেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আয়ুর্বেদের কার্যকারিতার দিকে তাকিয়ে ভারত সরকার আয়ুর্বেদকে মূল চিকিৎসা ব্যবস্থার মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতির কথা পুনরায় জানিয়েছে। সেইসঙ্গে, আয়ুর্বেদ চিকিৎসায় বিভিন্ন উদ্ভাবনমূলক ব্যবস্থাকেও উৎসাহ দেওয়া হচ্ছে।
PG/AB/DM
(Release ID: 2060495)
Visitor Counter : 26