প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় বায়ু সেনার ৯২তম বর্ষপূর্তি উপলক্ষে লাদাখের থৈয়জ থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং পর্যন্ত ৭ হাজার কিলোমিটার দীর্ঘ ‘বায়ু বীর বিজেতা’ মোটর কার অভিযান

Posted On: 28 SEP 2024 7:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ 

 

ভারতীয় বায়ু সেনার ৯৯তম বর্ষপূর্তি উপলক্ষে ৮ অক্টোবর, ২০২৪ তারিখে লাদাখের থৈয়জ থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং পর্যন্ত ৭ হাজার কিলোমিটার দীর্ঘ ‘বায়ু বীর বিজেতা’ মোটর কার অভিযানের আয়োজন করা হয়েছে। ৮ অক্টোবর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৮ মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ বায়ু সেনা ঘাঁটি থৈয়জ থেকে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলেও, ১ অক্টোবর নতুন দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে উষ্ণ বিদায় সংবর্ধনা জানাবেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। ২৯ অক্টোবর, ২০২৪ তারিখে তাওয়াং-এ এই অভিযানের সমাপ্তি ঘটবে। 


ভারতীয় বায়ু সেনার গৌরবজনক ইতিহাস, বায়ুসেনা কর্মীদের বিভিন্ন যুদ্ধ ও উদ্ধার অভিযানে অংশগ্রহণ এবং মাতৃভূমির সেবায় তরুণদের উৎসাহিত করতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই মোটর কার অভিযানের আয়োজন। এই দীর্ঘ অভিযানে মহিলা সহ ৫২ জন বায়ু সেনা যোদ্ধা অংশ নেবেন। 

PG/MP/SB…


(Release ID: 2060224) Visitor Counter : 19