ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
কলকাতা সহ অন্যান্য শহরে ভর্তুকি দরে পেঁয়াজ বিক্রির কাজ শুরু হয়েছে
Posted On:
14 SEP 2024 12:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ভর্তুকিপ্রাপ্ত কিলোগ্রাম প্রতি ৩৫ টাকা দরে পেঁয়াজের খুচরো বিক্রির জন্য গত ৫ সেপ্টেম্বর মোবাইল ভ্যান চালু করা হয়। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, পাটনা, রাঁচি, ভূবনেশ্বর ও গুয়াহাটি সহ বিভিন্ন শহরে এনসিসিএফ ও নাফেড-এর উদ্যোগে খুচরো বিক্রয় কেন্দ্র ও মোবাইল ভ্যানের সাহায্যে ভর্তুকি দরে পেঁয়াজ বিক্রির কাজ শুরু হয়েছে। এর ফলে, খোলাবাজারের দামের তুলনায় অপেক্ষাকৃত কম দামে সাধারণ মানুষের কাছে পেঁয়াজের যোগান পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অন্যদিকে, পাইকারি বিক্রির জন্য দিল্লি, মুম্বাই এবং চেন্নাই এই তিনটি শহরকে ইতিমধ্যেই বেছে নিয়ে কাজ শুরু হয়েছে। তবে, ক্রমান্বয়ে তা হায়দরাবাদ, বেঙ্গালোর ও কলকাতাতেও চালু করার পরিকল্পনা রয়েছে।
কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক দপ্তর এবিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে সংযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করে চলেছে। সরকারের মূল উদ্দেশ্য হল, দেশের প্রতিটি পরিবারে সুলভ দামে পেঁয়াজের যোগান পৌঁছে দেওয়া। একই সঙ্গে খোলা বাজারে পেঁয়াজের মূল্যের ওঠা-নামার ওপরও সরকার বিশেষ নজর রাখছে।
কলকাতার যে বাজারগুলিতে পেঁয়াজ যোগান দেওয়া হচ্ছে সেগুলি হল - উল্টোডাঙ্গা, সাঁতরাগাছি, কালিবাবুর বাজার, বেহালা, জগাছা, হাওড়া ও ধূলাগড়।
PG/SKD/AS
(Release ID: 2055314)
Visitor Counter : 28