প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষকদের কল্যাণে সব ধরনের প্রয়াস চালানো হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে
प्रविष्टि तिथि:
14 SEP 2024 6:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের কল্যাণের লক্ষ্যে তাঁদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়ার ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছেন।
কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাম্প্রতিককালে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, পেঁয়াজের রপ্তানি শুল্ক কমানো বা ভোজ্য তেলের আমদানি শুল্ক বৃদ্ধি, যাই হোক না কেন, এ ধরনের সিদ্ধান্তে আমাদের খাদ্য উৎপাদকেরা ব্যাপকভাবে উপকৃত হতে চলেছেন। এই সব সিদ্ধান্তের ফলে শুধুমাত্র তাঁদের আয় বাড়বে না, সেই সঙ্গে গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।
এক্স পোষ্টে প্রধানমন্ত্রী লিখেছেন;
"দেশের খাদ্য সুরক্ষার জন্য দিন-রাত পরিশ্রম করা আমাদের কৃষক ভাই-বোনেদের কল্যাণে আমি চেষ্টার কোন ত্রুটি রাখবো না। পেঁয়াজের রপ্তানি শুল্ক হ্রাস অথবা ভোজ্য তেলের আমদানি শুল্ক বৃদ্ধি, এই ধরনের যে
কোনও সিদ্ধান্তে আমাদের অন্নদাতারা লাভবান হবেন। এর ফলে তাঁদের আয় বাড়বে, গ্রামাঞ্চলে কর্মসংস্থানের বহু সুযোগও সৃষ্টি হবে।"
PG/MP/AS
(रिलीज़ आईडी: 2055072)
आगंतुक पटल : 70
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam