প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারতীয় নৌ-বাহিনীর ওড়িশা উপকূল থেকে পরপর দু’বার ভিএলএসআরএসএএম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ
Posted On:
13 SEP 2024 2:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় নৌ-বাহিনী সফলভাবে স্বল্প দূরত্বের ভূমি থেকে আকাশ পথে ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল (ভিএলএসআরএসএএম) উৎক্ষেপণ করেছে। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে আজ এই ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণটিও সফল হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আকাশ পথে লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। গতকাল, ১২ সেপ্টেম্বরের পর আজ দ্বিতীয় সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে এর কার্যকারিতা প্রমাণ হ’ল। এই ক্ষেপণাস্ত্রে সম্প্রতি বেশ কয়েকটি অত্যাধুনিক উপাদান যুক্ত করা হয়েছে।
সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিআরডিও এবং নৌ-বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। ডিআরডিও-র চেয়ারম্যান এবং প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব ডঃ সমীর ভি কামাত ভিএলএসআরএসএএম – এর সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
PG/CB/SB
(Release ID: 2054670)
Visitor Counter : 41