নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

পুষ্টি মাস ২০২৪ – এর মূল বিষয় - পরিপূরক পুষ্টির মাধ্যমে শিশুর স্বাস্থ্যকর বৃদ্ধি সুনিশ্চিত হোক

Posted On: 08 SEP 2024 4:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ 

 

মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক সপ্তম রাষ্ট্রীয় পুষ্টি মাস পালন করছে। এক মাসব্যাপী এটি আয়োজনের মূল উদ্দেশ্য হ’ল – পুষ্টিকর খাবারের মাধ্যমে শিশুর স্বাস্থ্যকর বৃদ্ধি ও ব্যবহারিক পরিবর্তনে উৎসাহ দেওয়া। এ বছর পুষ্টি মাসের মূল দিকটি হলো  শিশু পুষ্টির উপযোগী পরিপূরক খাদ্যাভাস গড়ে তোলা। 
সপ্তম পুষ্টি মাসে শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে পুষ্টিগত উন্নতিসাধনে নানাবিধ আয়োজন করা হয়েছে। প্রায় ১ কোটি ৮০ লক্ষ এ' জাতীয় প্রতিবেদন জমা পড়েছে। শিশু পুষ্টির ক্ষেত্রে পরিপূরক খাদ্যাভাসের ব্যাপারে বিভিন্ন জায়গায় ২০ লক্ষেরও বেশি অনুষ্ঠান করা হয়েছে। 
শিশুর ছ’মাস বয়স বা তারপর থেকে মাতৃদুগ্ধের অতিরিক্ত শক্তি ও পুষ্টি সহায়ক খাবারের প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজন মেটাতে পারে সহায়ক পুষ্টি। স্থানীয়ভাবে তা পাওয়াও সম্ভব।
শিশুর বেড়ে ওঠার বয়সের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার। কারণ, বেড়ে ওঠার সময় অপুষ্টিগত ঝুঁকি থেকে যায়। ফলে, শিশু স্বাস্থ্যকর বৃদ্ধি সুনিশ্চিত করতে জনসচেতনতা গড়ে তোলা জরুরি। সেইসঙ্গে, খাদ্যের গুণমানও সুনিশ্চিত করা প্রয়োজন। 
সপ্তম রাষ্ট্রীয় পুষ্টি মাসে দেশ জুড়ে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। ৭৫৬টি জেলা এবং ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শিশুর পুষ্টিকর খাবারের বিষয়টি সুনিশ্চিত করতে সার্বিক জনসচেতনতা প্রচারাভিযান চালানো হচ্ছে। 

 

PG/AB/SB


(Release ID: 2053073) Visitor Counter : 65