যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদ-এর জন্মবার্ষিকী উপলক্ষে “খেল উৎসব ২০২৪”-এর আয়োজন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের
Posted On:
06 SEP 2024 10:59AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর, ২০২৪
মেজর ধ্যান চাঁদ-এর জন্মবার্ষিকী এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের জাতীয় ক্রীড়া দিবস ২০২৪ উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম ও জওহরলাল নেহরু স্টেডিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ২৭ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত “খেল উৎসব ২০২৪”-এর আয়োজন করা হয়েছিল।
মন্ত্রকের প্রথমবারের এই টুর্নামেন্টে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মন্ত্রকের ২০০-র বেশি আধিকারিক ও কর্মী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নেন। পরবর্তী খেল উৎসবে আরও কয়েকটি বিভাগকে যুক্ত করতে আগ্রহী মন্ত্রক।
৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শাস্ত্রী ভবনে পিআইবি কনফারেন্স প্রেক্ষাগৃহে ধ্যান চাঁদ ট্রফি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু এবং মন্ত্রকের অন্যান্য পদস্থ আধিকারিকরা।
PG/MP/NS…
(Release ID: 2052516)
Visitor Counter : 41