রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি মহারাষ্ট্র বিধান পরিষদের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন

Posted On: 03 SEP 2024 7:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২৪

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মুম্বাইয়ে আজ মহারাষ্ট্র বিধান পরিষদের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মহারাষ্ট্র বিধান পরিষদ রাজ্যের মানুষদের আশা আকাঙ্ক্ষার সফল রূপ দিয়েছে। তা দায়িত্বশীল উচ্চ কক্ষের ভূমিকা পালন করেছে। তিনি পরিষদের প্রাক্তন এবং বর্তমান সদস্যদের অবদানেরও প্রশংসা করেন। অসামান্য অবদানের জন্য পুরস্কৃত সদস্যদের তিনি অভিনন্দন জানিয়েছেন। 

রাষ্ট্রপতি বলেন, মহারাষ্ট্র বিধান পরিষদ স্বাস্থ্যকর বিতর্ক এবং আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করেছে। জনকল্যাণে এই পরিষদের সদস্যদের অসাধারণ ভূমিকা রয়েছে বলেও তিনি জানান। পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ভিএস পেজ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের ধারণার প্রবক্তা। অনুরূপ ব্যবস্থাই পরবর্তীকালে এমজিএনআরইজিএ হিসেবে জাতীয়স্তরে প্রকল্প হিসেবে গৃহীত হয়। 

রাষ্ট্রপতি বলেন, সংসদে রাজ্যসভা এবং রাজ্য আইন সভায় বিধান পরিষদকে প্রবীণদের সভা হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে। সংসদীয় ব্যবস্থা এবং আইনসভার কর্ম সংস্কৃতিকে সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে এই প্রবীণদের অনেক উজ্জ্বল ভূমিকা রয়েছে। মহারাষ্ট্র বিধান পরিষদ এই ঐতিহ্যকে আরও শক্তিশালী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি বলেন, সমগ্র দেশে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধের অগ্রগতির পথে মহারাষ্ট্র দৃষ্টান্ত তৈরি করেছে। ২০২৩-২৪-এর অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে রাজ্য জিডিপি-র নিরিখে মহারাষ্ট্র দেশের মধ্যে প্রথমস্থান দখল করেছে। এই সাফল্যের জন্য তিনি আইনসভার সদস্যদের, রাজ্য সরকারকে এবং মহারাষ্ট্রের জনসাধারণের ভূমিকার প্রশংসা করেছেন। মহারাষ্ট্রের উন্নয়ন যাত্রা অক্ষুণ্ন থাকবে এবং আগামীদিনে তা আরও গতিশীল হয়ে উঠবে বলে আস্থা প্রকাশ করেন তিনি। মহারাষ্ট্রের জনসাধারণের উজ্জ্বল ভবিষ্যতেরও তিনি প্রার্থনা করেছেন।

রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটির জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করুন –

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/sep/doc202493386101.pdf

 

PG/AB/SKD


(Release ID: 2051658) Visitor Counter : 54