পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

আইডিয়াজ ফর লাইফ-এ মতামত জমা দেওয়ার সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত সম্প্রসারিত করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপিন্দর যাদব

Posted On: 01 SEP 2024 6:00AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর ২০২৪

 

আইডিয়াজ ফর লাইফ-এ মতামত জমা দেওয়ার সময়সীমা ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৫ অক্টোবর পর্যন্ত সম্প্রসারিত করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব। আইআইটি বম্বেতে এক অনুষ্ঠানে অর্থনীতির প্রয়োজনের সঙ্গে পরিমণ্ডল ক্ষেত্রকে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নত অর্থনীতির স্বার্থে উন্নত পরিমণ্ডলকে যুক্ত করা দরকার। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের পরিবেশগত সচেতনতা গড়ে তোলা দরকার। 

মহারাষ্ট্র পরিবেশ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক আইআইটি বম্বেতে আজ আইডিয়াজ ফর লাইফ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্ভাবনী পরিবেশগত সমাধানসূত্র খুঁজে বের করতে উৎসাহ দেওয়াই এর উদ্দেশ্য। ছাত্র, শিক্ষক, গবেষকদের যুক্ত করে পরিবেশ-বান্ধব জীবনশৈলীর প্রসার ঘটানোই এর উদ্দেশ্য। মুম্বাইয়ের শিক্ষাক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রকেও এর সঙ্গে যুক্ত করতে সারা দেশজুড়ে ইউজিসি, এআইসিটিই, আইআইটি প্রভৃতি প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক সম্প্রদায়কে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের অনুষ্ঠানে মুম্বাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র, শিক্ষক, গবেষক মিলিয়ে প্রায় ১,২০০ জন উপস্থিত ছিলেন। 

‘এক পের মা কে নাম’ নামের যে প্রচারাভিযান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন, তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব আইআইটি বম্বেতে একটি চারাগাছ রোপণ করেন। 

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী যাদব আডিয়াজ ফর লাইফ-কে ঘিরে সরকারের লক্ষ্য তুলে ধরেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয়সাধনের পাশাপাশি পরিবেশ ও জীব জগতের সুসমন্বিত সহাবস্থানের প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মানব-কেন্দ্রিক উন্নয়নই উন্নয়নের লক্ষ্য নয়, সেই উন্নয়নের সঙ্গে পরিবেশগত পরিমণ্ডলকেও যুক্ত করতে হবে। উন্নয়নের বিষময় ফলের কি হতে পারে তা তুলে ধরে তিনি বলেন, এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখা দরকার, আমাদের খাদ্য, শক্তি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের সংস্থানের যোগান কিন্তু প্রকৃতি ও পরিবেশই দিয়ে থাকে। লক্ষ্যসীমার ৯ বছর আগেই পুনর্নবীকরণযোগ্য শক্তির লক্ষ্য সরকার অর্জন করতে পেরেছে জানিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে খাদ্য অপচয় এক বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে। প্রতি বছর ১৫০০ কোটি টন বর্জ্য জড়ো হচ্ছে। ফলে, পরিবেশ রক্ষার স্বার্থে শিক্ষা, উদ্ভাবনী কৌশল এবং প্রযুক্তিগত উন্নয়ন জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের বিশেষ সচিব শ্রী তন্ময় কুমার, মহারাষ্ট্র সরকারের পরিবেশ দপ্তরের প্রধান সচিব শ্রী প্রবীণ দারাডে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী অমনদীপ গর্গ, আইআইটি বম্বের অধিকর্তা অধ্যাপক শিরিষ বি কেদারে এবং অন্য সরকারি আধিকারিকগণ।

PG/AB/DM


(Release ID: 2050870) Visitor Counter : 27