কেন্দ্রীয়মন্ত্রিসভা
                
                
                
                
                
                    
                    
                        উত্তর পূর্বাঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পগুলির উন্নয়নে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে ইক্যুইটি মূলধন গ্রহণের জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                28 AUG 2024 3:30PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ২৮ অগাস্ট, ২০২৪
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ শক্তি মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই প্রস্তাবে উত্তর পূর্বাঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পগুলির উন্নয়নে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে ইক্যুইটি মূলধন গ্রহণের জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল। প্রস্তাব অনুসারে জলবিদ্যুৎ প্রকল্পগুলির উন্নয়নে সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যৌথ উদ্যোগ গঠন করবে। 
২০২৪-২৫ অর্থবর্ষ থেকে ২০৩১-৩২ অর্থবর্ষের জন্য এই প্রকল্প বাবদ মোট বরাদ্দ অর্থের পরিমাণ ৪ হাজার ১৩৬ কোটি টাকা। এর সুবাদে সব মিলিয়ে মোট ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার সৃষ্টি হবে। প্রকল্পের জন্য শক্তি মন্ত্রকের মোট বরাদ্দ থেকে উত্তর পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ অর্থের ১০ শতাংশ দেওয়া হবে। 
শক্তি মন্ত্রকের এই প্রকল্প অনুসারে সবকটি প্রকল্পের জন্য সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার যৌথ উদ্যোগ কোম্পানী গঠন করা হবে। 
প্রতিটি প্রকল্পের মোট মূলধনের ২৪ শতাংশ দেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার, তবে এর ঊর্ধ্বসীমা হলো ৭৫০ কোটি টাকা। অর্থ সহায়তা দেওয়ার সময়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার ইক্যুইটি মূলধনের অনুপাত বজায় রাখা হবে। 
এই কেন্দ্রীয় আর্থিক সহায়তা কেবলমাত্র লাভজনক জলবিদ্যুৎ প্রকল্পগুলির ক্ষেত্রেই দেওয়া হবে। প্রকল্পকে লাভজনক করতে রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি বর্জন করতে হবে এবং / অথবা কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর পূরণ করতে হবে। 
এই প্রকল্পে রাজ্য সরকারগুলির অংশগ্রহণকে উৎসাহিত করা হবে এবং এর ঝুঁকি ও দায়িত্বগুলি সাম্যের ভিত্তিতে বন্টন করা হবে। জমি অধিগ্রহণ, স্থানীয় মানুষজনের পুনর্বাসন, আইনশৃঙ্খলা রক্ষার মতো বিষয়গুলি রাজ্য সরকার দেখবে। 
উত্তর পূর্বাঞ্চলে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, এই প্রকল্প তার সদ্ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সুবাদে উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক বিনিয়োগ আসবে এবং স্থানীয় মানুষজন বিপুল মাত্রায় প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ পাবেন। পরিবহণ, পর্যটন, ছোট মাপের ব্যবসা প্রভৃতিও বাড়বে। ভারত ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের যে জাতীয় লক্ষ্যমাত্রা নিয়েছে, তা পূরণের ক্ষেত্রেও এই প্রকল্পগুলি সহায়ক হবে। 
 
PG/SD/SKD
                
                
                
                
                
                (Release ID: 2049592)
                Visitor Counter : 76
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Khasi 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Nepali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam