মানবসম্পদবিকাশমন্ত্রক

দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে রক্ষাবন্ধন উদযাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Posted On: 19 AUG 2024 7:24PM by PIB Kolkata

নতুনদিল্লি ১৯ অগাষ্ট ২০২৪

 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে রক্ষাবন্ধন উদযাপন করেছেন।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং ওই দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগের সচিব শ্রী সঞ্জয় কুমার এবং শিক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর পরামর্শ এবং আশীর্বাদ পাওয়ায় এই রক্ষাবন্ধন অনুষ্ঠানটি তাদের কাছে চিরস্মররণীয় হয়ে থাকবে বলে শিক্ষামন্ত্রী মনে করেন। তিনি এই উদ্যোগের জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শেষে শ্রী প্রধান ছাত্র-ছাত্রীদের সঙ্গে ঘরোয়া আলোচনায় যোগ দেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী ওড়িশার সম্বলপুরের ছাত্রী প্রিয়াংশা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে রক্ষাবন্ধন উদযাপন করায় উচ্ছ্বসিত। রাষ্ট্রপতি এই উৎসবের পরিবেশ ভাই এবং বোনের মধ্যে সীমিত না রেখে সেনাবাহিনীর সদস্য, বাবা-মা এবং বন্ধু-বান্ধবদের মধ্যে প্রসারিত করার পরামর্শ দিয়েছেন। প্রিয়াংশা এতে অনুপ্রাণিত হয়েছে। রাষ্ট্রপতির সরল জীবন-যাপন এবং উষ্ণ অভ্যর্থনা তাদের মন ছুঁয়ে গেছে বলে অরুণাচলপ্রদেশের এক শিক্ষক জানিয়েছেন।

অনুষ্ঠানে ১৬টি রাজ্যের বিভিন্ন রাষ্ট্রীয় বিদ্যালয়ের ১৮০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রপতি ভবনে অমৃত উদ্যানটি ঘুরে দেখেন। রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ ছাত্র-ছাত্রীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। 

PG/CB/CS…



(Release ID: 2046898) Visitor Counter : 27