মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

১৫৪৯ কোটি টাকা বিনিয়োগে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল ভবন গড়ে তোলার প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির

Posted On: 16 AUG 2024 8:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ আগস্ট, ২০২৪

 

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে একটি নতুন সিভিল এনক্লেভ নির্মাণের জন্য ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের এক প্রস্তাবে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

১,৫৪৯ কোটি টাকা বিনিয়োগে প্রস্তাবিত টার্মিনাল ভবনটির আয়তন হবে ৭০,৩৯০ বর্গ কিলোমিটার। দিনের ব্যস্ত সময়ে ৩ হাজার জন বিমানযাত্রী এই টার্মিনাল ভবনটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, বছরে ১ কোটি যাত্রী এই টার্মিনাল ভবনটি ব্যবহারের সুযোগ পাবেন।

প্রস্তাবিত টার্মিনাল ভবনটিতে এ-৩২১ বিমানের উপযোগী ১০টি পার্কিং বে ছাড়াও ট্যাক্সিওয়ে এবং বহুস্তরীয় কার পার্কিং-এরও ব্যবস্থা থাকবে। 

এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ভবনটি গড়ে তোলা হবে দূষণমুক্ত এক পরিবেশে যেখানে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি শক্তি ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে আলোরও ব্যবস্থা রাখা হবে। 

এই উন্নয়ন প্রচেষ্টার ফলে বাগডোগরা বিমানবন্দরের কাজকর্মে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি, যাত্রীরাও নতুন স্বাচ্ছন্দ্যের অভিজ্ঞতা লাভ করবেন।
 

PG/SKD/DM



(Release ID: 2046377) Visitor Counter : 34