কেন্দ্রীয়মন্ত্রিসভা
জৈব জ্বালানি উদ্ভাবন ও উৎপাদন প্রচেষ্টায় উৎসাহ দানের লক্ষ্যে 'প্রধানমন্ত্রী জী-বন যোজনা'র সংশোধিত প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Posted On:
09 AUG 2024 10:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ আগস্ট ২০২৪
জৈব জ্বালানি ক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে সাযুজ্য রক্ষা করতে এবং এই বিশেষ ক্ষেত্রটিতে আরও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সংশোধিত 'প্রধানমন্ত্রী জী-বন যোজনা'-তে সম্মতি দিল।
এই কর্মসূচি রূপায়ণের সময়সীমা ৫ বছর পর্যন্ত বৃদ্ধি করার লক্ষ্যেই সংশোধিত আকারে তার রূপায়ণে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সম্মতি। এর ফলে, আগামী ২০২৮-২৯ সাল পর্যন্ত এটির রূপায়ণের কাজ অব্যাহত থাকবে। সংশোধিত কর্মসূচিটির আর একটি লক্ষ্য হল কৃষি তথা বনোৎপাদনের অবশিষ্টাংশ, শিল্প থেকে নির্গত বর্জ্য, সিন্থেটিক গ্যাস ইত্যাদি থেকে জৈব জ্বালানি আহরণের চিন্তা ভাবনাকে আরও ভালো ভাবে উৎসাহিত করা।
এই কর্মসূচি রূপায়ণে নানা ধরনের প্রযুক্তির প্রয়োগ ও উদ্ভাবনকে যেমন উৎসাহ দেওয়া হবে, অন্যদিকে তেমনি নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কিত প্রস্তাবগুলিকেও অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই কর্মসূচি রূপায়ণের আর একটি উদ্দেশ্য হল দেশের কৃষকরা যাতে তাঁদের কৃষি উৎপাদনের অবশিষ্টাংশের জন্য ভালো দাম পেতে পারেন তার ব্যবস্থা করা। এছাড়াও পরিবেশ দূষণের মোকাবিলা, স্থানীয় ও আঞ্চলিক স্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভারতের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলা এবং জ্বালানি তথা জৈব জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনও হল এই কর্মসূচিটির বিভিন্ন দিক।
'প্রধানমন্ত্রী জী-বন যোজনা'-র মাধ্যমে উন্নত মানের জৈব জ্বালানির উৎপাদন ও উদ্ভাবন প্রচেষ্টাকে উৎসাহ দানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফলে, স্বনির্ভর জ্বালানি উৎপাদন ক্ষেত্রে এই কর্মসূচিটি হয়ে উঠবে এক নিরন্তর কর্ম প্রচেষ্টা।
PG/SKD/AS
(Release ID: 2044213)
Visitor Counter : 50
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada