শিল্পওবাণিজ্যমন্ত্রক
সাপ্লাই চেইন কাউন্সিলের ভাইস-চেয়ার নির্বাচিত হল ভারত
Posted On:
31 JUL 2024 11:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৪
ভারত এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় আর্থিক কাঠামোর অংশীদার অন্য ১৩টি দেশ মিলিতভাবে ৩টি সরবরাহ শৃঙ্খল সংস্থা গড়ে তুলেছে, যা এক উল্লেখযোগ্য মাইলফলক। ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি (আইপিইএফ) চুক্তি মেনে এই শৃঙ্খল তৈরি করা হয়েছে। এই অঞ্চলে সহযোগী দেশগুলির মধ্যে সরবরাহ ব্যবস্থা মজবুত করার লক্ষ্যে সাপ্লাই চেইন কাউন্সিল (এসসিসি), ক্রাইসিস রেসপন্স নেটওয়ার্ক (সিআরএন) এবং শ্রম অধিকার উপদেষ্টা পর্ষদ (এলআরএবি)-এর প্রথম ভার্চুয়াল বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই বৈঠকের মাধ্যমে আইপিইএফ-এর অংশীদার ১৪টি দেশ মিলিতভাবে সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার ব্যাপারে তাদের অঙ্গীকারের কথা জানিয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ওয়াশিংটনে আইপিইএফ সাপ্লাই চেইন রেজিলিয়েন্স চুক্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং আইপিইএফ-এর অংশীদার অন্যান্য দেশগুলির মন্ত্রীরা। এই চুক্তির উদ্দেশ্য হল, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির আর্থিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে একটি সুসংহত সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা। ২০২৪-এর ফেব্রুয়ারিতে এই চুক্তিতে অনুমোদন মেলে এবং তখন থেকেই তা কার্যকর করা হয়।
২০২৪-এর জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইপিইএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে প্রধান ভূমিকা পালনকারী দেশ হিসেবে ভারতের দক্ষ কর্মীবাহিনী, প্রাকৃতিক সম্পদ ও অনুকূল নীতির কথা তুলে ধরেন। জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং আর্থিক অগ্রগতির দিক বিবেচনা করে সুসংবদ্ধ সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার গুরুত্বের কথা ভারতের পক্ষ থেকে তুলে ধরা হয়।
বৈঠকে ৩টি সাপ্লাই চেইন সংস্থার প্রত্যেকটির চেয়ার এবং ভাইস চেয়ার নির্বাচিত করা হয়। প্রত্যেকটি দেশের কার্যকালের মেয়াদ ২ বছরের। এই তিনটি সাপ্লাই চেইন সংস্থা হল :
সাপ্লাই চেইন কাউন্সিল : মার্কিন যুক্তরাষ্ট্র (চেয়ার) এবং ভারত (ভাইস চেয়ার)
ক্রাইসিস রেসপন্স নেটওয়ার্ক : কোরিয়া প্রজাতন্ত্র (চেয়ার) এবং জাপান (ভাইস চেয়ার)
লেবার রাইটস অ্যাডভাইসরি বোর্ড : মার্কিন যুক্তরাষ্ট্র (চেয়ার) এবং ফিজি (ভাইস চেয়ার)
ওয়াশিংটন ডিসি-তে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা আসন্ন আইপিইএফ অংশীদার দেশগুলির বৈঠকের গুরুত্বের কথাও আলোচনা হয়।
২০২২ সালের ২৩ মে জাপানের টোকিওয় ১৪টি দেশকে নিয়ে আইপিইএফ গঠিত হয়। এই দেশগুলি হল – ভারত, অস্ট্রেলিয়া, ব্রুনেই, ফিজি, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
PG/MP/NS…
(Release ID: 2039944)
Visitor Counter : 43